হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগের কর্মী নিয়োগ: Haldia dock complex Recruitment 2024

হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগের কর্মী নিয়োগ (Haldia dock complex Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াতে উচ্চপদে চাকরি আবেদন করুন

১. পদের নাম :

অ্যাসিস্টেন্ট ম্যানেজার ( গার্ডেনং) পদ ।

২. মোট শূন্য পদ: ১ টি ।

৩. বয়সসীমা :

এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

৪. বেতন :

এই পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন ৫৭,০০০ টাকা ।

৫. আবেদন পদ্ধতি :

অগ্রোহিপ্রাথীদের অফলাইন এ আবেদন করতে হবে । ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যত্নসহকারে ।

৬. নিয়োগ প্রক্রিয়া :

যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

৭. নিযুক্ত কর্মীর কর্মস্থল : হলদিয়া।

৮. আবেদনের সময়সীমা:

আগামী ২৬ এ ডিসেম্বরের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

৯. শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য আবেদনকারী সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে এবং তাদের কোন সরকারি/ বাণিজ্যিক/ব্যবসায়িক সংস্থায় ফার্ম/ প্ল্যান্টেশন/গার্ডেনিং ম্যানেজমেন্ট নিয়ে দুই বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই।

গুরুত্বপূর্ণ লিংক:

Official website Click here
our WhatsApp Join Now
our Telegram join Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version