পাঁচ বছরের কম সার্ভিসে ও মেডিকেল গ্রাউন্ডে (General Transfer on Medical Ground) শিক্ষকদের ট্রান্সফার এর সুযোগ!

জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড (General Transfer on Medical Ground) শিক্ষকদের ট্রান্সফারের জন্য মিনিমাম কোন স্কুলে পাঁচ বছর সন্তোষজনক চাকরি করতে হবে কিন্তু বর্তমানে পাঁচ বছরের কম সার্ভিসেও শিক্ষকরা মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার পাবেন!

শিক্ষকদের ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার ও জেনারেল ট্রান্সফার হয়ে থাকে। যেকোনো ট্রান্সফারের জন্য শিক্ষকদের পাঁচ বছর সার্ভিস পূর্ণ করতে হয়। তবেই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন । সম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ এসেছে সেই নির্দেশে বলা হয়েছে পাঁচ বছরের কম সার্ভিসেও মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের (General Transfer on Medical Ground) আবেদন করা যাবে শিক্ষকদের।

আরো পড়ুন, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার পাওয়া যাবে অফলাইনে

কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিস ট্যান্ডন ও মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এর ডিভিশন বেঞ্চে জেনারেল ট্রান্সফার ওয়ান মেডিকেল গ্রাউন্ড (General Transfer on Medical Ground ) নামে একটি মামলা ওঠে। মানসী হাজরা বনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ও অন্যান্য যার কোড নম্বর FMA 545 of 2024 সঙ্গে 1A No CAN 1 of 2024 এই মামলায় পিটিশনারের আইনজীবী হিসেবে ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী।

জেনারেল ট্রান্সফার (General Transfer on Medical Ground) নিয়ে স্কুল সার্ভিস কমিশনের General Transfer, Transfer on special ground , reallocation rules 2015 অনুযায়ী মার্চের এক তারিখ 2015 থেকে কার্যকরী ট্রান্সফারের Rule 3 ও sub rule 1 অনুযায়ী নিয়মে বলা হয়েছে। একজন শিক্ষক বা শিক্ষাকর্মী মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের আবেদন করার জন্য কোন স্কুলে অন্তত পাঁচ বছর সার্ভিস পূর্ণ করতে হবে।

কিন্তু জেনারেল ট্রান্সফারের রুলে (General Transfer on Medical Ground) কিছুটা পরিবর্তনে এসেছে ২০২১ সালের ডিসেম্বর মাসের সংশোধনীতে।
এই সংশোধনীতে বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে মেডিকেল গ্রাউন্ডে কোন শিক্ষক বা শিক্ষাকর্মী ট্রান্সফার এর জন্য আবেদন করতে গেলে পাঁচ বছর সার্ভিস লাগবে না।

২৯ সেপ্টেম্বর ২০২২ এই নিয়ে আরো একটি আমেন্ডমেন্ট প্রকাশিত হয়েছে। যার সাব রুল (2A) of rule 3 এ বলা হয়েছে, মেডিকেল ট্রান্সফারের ক্ষেত্রে পাঁচ বছরের কম সার্ভিস কোন বাধা নয়! যদি ঐ শিক্ষক বা শিক্ষাকর্মী কঠিন কোন রোগে ভোগেন।

গভারমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে ৩ জানুয়ারি ২০২২ সালে একটি আমেন্ডমেন্ট প্রকাশিত হয়েছে। সেই সংশোধনীতে বলা হয়েছে কোন কোন রোগ থাকলে কোন শিক্ষক বা শিক্ষাকর্মী পাঁচ বছরের কম সার্ভিসও ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। সেগুলি হল

  1. Malignant Diseases
  2. Severe Heart Diseases
  3. Renal Failure
  4. Thalassemia
  5. Replacement of organ
  6. Serious Gynoecological Disorder

মানসী হাজরা নামে এক শিক্ষিকা যার মেডিকেল গ্রাউন্ড রয়েছে এবং সেই জন্য স্কুলের ম্যানেজিং কমিটির কাছে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের আবেদন করার জন্য অনুমতি চান। কিন্তু স্কুল ম্যানেজিং কমিটি তার সেই আবেদন খারিজ করে দেন। স্কুল ম্যানেজিং কমিটি জানায় যেহেতু ঐ শিক্ষিকার সার্ভিস পিরিয়ড পাঁচ বছর পূর্ণ হয়নি। তাই তিনি মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার এ আবেদন করতে পারবেন না। ফলে ওই শিক্ষিকা হাইকোর্টের দ্বারস্থ হন । প্রথমে তিনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবেদন করেন কিন্তু সেখানে তার আবেদন খারিচ করে দেওয়া হয়। এরপর তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। এরপর হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ জেনারেল ট্রান্সফার ও জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের পার্থক্য বুঝিয়ে শিক্ষিকার পক্ষে রায়দান করেন । ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, ওই শিক্ষিকার আবেদন খারিজ করা যাবে না। ট্রান্সফারের নিয়ম অনুযায়ী যোগ্যতা সাপেক্ষে ওই শিক্ষিকাকে ট্রান্সফার দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে।

General Transfer on Medical Ground Court Order

Utsashree Portal Teacher Transfer Application

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

1 thought on “পাঁচ বছরের কম সার্ভিসে ও মেডিকেল গ্রাউন্ডে (General Transfer on Medical Ground) শিক্ষকদের ট্রান্সফার এর সুযোগ!”

Leave a Comment