GAIL India Recruitment 2024: GAIL India Limited সংস্থার তরফ থেকে বিস্তারিত জানানো হয়েছে । সিনিয়র ইঞ্জিনিয়ারিং সহ একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করবে এই সংস্থা।
ভারতীয় আর্মিতে চাকরির সুযোগ এখনই আবেদন করুন
১. পদের নাম :সিনিয়র ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য পদ
২.শূন্যপদ :মোট শূন্যপদ হচ্ছে ২৬১ টি।
৩. বয়স সীমা :ন্যূনতম বয়স ২৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর
অবধি আবেদন করা যাবে ।
৪. আবেদনের সময়সীমা:এই আবেদন করার শেষ সময় হচ্ছে ১১ ডিসেম্বর।
৫. বেতনের পরিমাণ:
এখানে সর্বনিম্ন ৬০০০০ টাকা থেকে সর্বোচ্চ
৮০০০০ টাকার মধ্যে বেতন পাওয়া যাবে।
৬. আবেদনের পদ্ধতি:
এই পদের আবেদনের জন্য সরাসরি ,GAIL Recruitment এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিচে দেওয়ার লিংক এর মাধ্যমে ক্লিক করলে সরাসরি ওয়েব পেজটি খুলে যাবে। সেখানে লেখা থাকবে “web recruitment”
৭. গুরুত্বপূর্ণ লিংক:
Official website: click here