Durgapur steel Plant Recruitment 2024: দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরির সুযোগ:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (SAIL) অন্তর্গত পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল প্লান্টে (Durgapur steel Plant Recruitment 2024) নার্স পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখে নেওয়া যাক।

এইচডিএফসি ব্যাংকে চাকরির সুযোগ আবেদন করুন এখনই

পদের নাম: নার্স (Nurse)

শূন্যপদ: 51 টি।

শিক্ষাগত যোগ্যতা:

  1. জেনারেল নার্সিং ও মিডওয়াইফ নিয়ে বিএসসি নার্সিং/ ডিপ্লোমা ডিগ্রী করে থাকতে হবে।
  2. ইন্টার্নশিপ সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)
  3. রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

বয়স সীমা:

বয়স হতে হবে ৩০ বছর তবে ওবিসি ও অর্থনৈতিক ভাবে অনগ্রসরদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় পাওয়া যাবে। তাছাড়া এস সি এস টি চাকরিপ্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় পাবেন।

কোন বিভাগে চাকরি হবে?

ICU/NICU /BICU/ মেডিসিন, সার্জারি ,ওবিএস, গাইনোইকোলজি, পিডিয়াটিস, কেজুয়ালটি, অর্থোপেডিক্স ,কোভিড,চেস্ট ও অন্যান্য বিভাগে কাজ করতে হবে।

নিয়োগের সময়সীমা:

১৮ মাসের জন্য নিযুক্ত করা হবে।

কার্যকালের সময়:

প্রতিদিন আট ঘন্টা ডিউটি করতে হবে। তবে সপ্তাহে একদিন ছুটি থাকবে।

স্টাইপেন্ড:

প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

নলেজ ইনহান্সমেন্ট অ্যালায়েন্স দেওয়া হবে প্রতি মাসে 7020 টাকা।

কুড়ি দিন বা তার বেশি কাজ করলে ২৬০ টাকা করে প্রতিদিন দেওয়া হবে।

১৫ থেকে ১৯ দিনে মধ্যে কাজ করলে ১৩০ টাকা দেওয়া হবে প্রতি মাসে।

১৫ দিনের কম কাজ করলে নলেজ ইনহান্সমেন্ট অ্যালায়েন্স দেওয়া হবে না।

ছুটি:

১৫ দিন স্পেশাল ছুটি নেওয়া যাবে। বছরে সর্বোচ্চ দশটি স্পেশাল ছুটি দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:

ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম আসার ভিত্তিতে ইন্টারভিউতে প্রতিদিন ৭০ জন করে সুযোগ দেয়া হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত ঠিকানাতে ইন্টারভিউ এর জন্য আসবেন। নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ এর তারিখ: 03.12.2024 থেকে 05.12.2024

ইন্টারভিউ এর সময়: সকাল সাড়ে নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত।

ইন্টারভিউ এর ঠিকানা:

DIV school near DSP Main Hospital, JM Sengupta Road B-Zone Durgapur Pin – 7132025

যোগাযোগ করবেন তাপস কুমার সাহার সঙ্গে DM (HR , M & HS) , ফোন নম্বর: 0343- 2746225

গুরুত্বপূর্ণ লিংক:

Official website: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version