পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবেশ পরিবার কল্যাণ সমিতি (DHFWS Recruitment) পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত দেখে নেওয়া যাক;
সম্পূর্ণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (DHFWS Recruitment) মেদিনীপুর আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ বেতন নিয়োগ পদ্ধতি ও নোটিফিকেশন ভালো করে দেখে নেওয়া যায়।
আবেদন ফি:
জেনারেল চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা ফি অনলাইনে জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা জমা করতে হবে।
আরো পড়ুন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রামপুরহাট নিয়োগ!
শূন্যপদের বিবরণ:
- পদের নাম: ফার্মাসিস্ট ( NUHM)
শূন্যপদ: 1 টি।
যোগ্যতামান: চাকরিপ্রার্থীকে অবশ্যই ফার্মাসিস্ট এ দুই বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৪০ বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 22000 টাকা প্রতিমাসে।
- পদের নাম: ক্লিনিকাল সাইকোলজিস্ট (NMHP)
শূন্যপদ: 2টি।
যোগ্যতামান: ক্লিনিকাল সাইকোলজি তে ডিগ্রী থাকতে হবে। অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 30000 টাকা প্রতি মাস
- পদের নাম: সাইকিয়াটিক নার্স (NMHP)
শূন্য পদ: 1 টি।
যোগ্যতামান: সাইকিয়াটিকে বিএসসি নার্সিং করতে হবে অথবা এমএসসি নার্সিং থাকলে চলবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 25000 টাকা প্রতি মাস
- পদের নাম: কমিউনিটি নার্স (NMHP)
শূন্যপদ: 1 টি।
যোগ্যতামান: GNM কোর্স করে থাকতে হবে পশ্চিমবঙ্গ অথবা ভারতের যেকোন প্রতিষ্ঠান থেকে সঙ্গে সাঁইথিয়াটিক নার্স হিসেবে এক মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 15000 টাকা প্রতি মাস।
- পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: 1টি।
যোগ্যতামান: যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছর ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 22000 প্রতিমাসে
- পদের নাম: কাউন্সিলর (ব্লাড সার্ভিস)
শূন্যপদ: 2 টি।
যোগ্যতামান: যেকোনো সরকারি সংস্থা থেকে সাইকোলজি /সোশ্যাল ওয়ার্ক /সোশিয়লজি/ অ্যান্থপোলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট , বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 22000 টাকা প্রতিমার
- পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান (ব্লাড ব্যাংক)
শূন্যপদ: 5 টি।
যোগ্যতামান: উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে। মেডিকেল ল্যাবরেটরিতে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 19 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 22000 টাকা প্রতি মাস।
- পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড (সেফটি)
শূন্যপদ: 2টি।
যোগ্যতামান: উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে। মেডিকেল ল্যাবরেটরিতে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 19 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 22000 টাকা প্রতি মাস।
- পদের নাম: কাউন্সিলর (NTEP)
শূন্যপদ: 1 টি।
যোগ্যতামান: সোশিয়লজি সোশ্যাল ওয়ার্ক ও সাইকোলজিতে গ্রাজুয়েশন থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 20000 টাকা প্রতি মাস।
- পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP)
যোগ্যতামান: উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে। মেডিকেল ল্যাবরেটরিতে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 22000 টাকা প্রতি মাস।
- পদের নাম: সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP)
শূন্যপদ: 5 টি।
যোগ্যতামান: M.sc মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি,5 বছরের অভিজ্ঞতা,
বয়স: 01.01.2024 অনুযায়ী নূন্যতম বয়স হতে 21 বছর ও সর্বোচ্চ বয়স 40 বছর । সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
বেতন: 25000 টাকা প্রতি মাস
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা DHFWS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করার পর তবেই আবেদন করবেন।