4500 প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি (DEE Teacher Recruitment 2025),আবেদন করুন

DEE Teacher Recruitment 2025 : প্রাইমারি স্কুলে 4500 শিক্ষক পদে ও কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষকতা যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স সীমা, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, বিস্তারিত দেখে নিন । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

পদের নাম :

প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে যে যে পদের জন্য কর্মীদের নিয়ম করা হবে সেই পদগুলি হল –
প্রাইমারি স্কুলের সহায়ক পদ, উচ্চ প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক, বিজ্ঞান শিক্ষক এবং হিন্দি শিক্ষক পদে নিয়োগ করা হবে ।

মোট শূন্য পদ :

মোট ৪৫০০ টি শূন্য পদ রয়েছে।

  • প্রাইমারি স্কুলের সহায়ক পদ : এই পদের জন্য মোট ২৯০০ টি শূন্য পদ রয়েছে।
  • উচ্চ প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক , বিজ্ঞান শিক্ষক এবং হিন্দি শিক্ষক পদ : এই পদ গুলির জন্য মোট ১৬ টি শূন্য পদ রয়েছে।

আর্মি পাবলিক স্কুলে শিক্ষক-শিক্ষিকার নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন

বয়স সীমা :

এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :

স্কুল গুলিতে সরাসরি নিয়োগ করা হবে। আর সেই নিয়োগ হবে অসমের স্কুলগুলিতে। আবেদন প্রক্রিয়াটি অনলাইন এর মাধ্যমে করতে হবে এই আবেদনের জন্য DEE, Assam – Assam State Portal এর মাধ্যমে আবেদন করতে হবে। যে ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে সেটি হল – dee.assam.gov.in ।

আবেদনের সময়সীমা :

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে এবং এই আবেদন প্রক্রিয়াটি চলবে 31 শে মার্চ ২০২৫ পর্যন্ত ।

এই বিষয়ে আরো কিছু জানতে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন এবং ওয়েবসাইটে নজর রাখুন।DEE অসমের প্রতিটি জেলা এবং বিভাগের জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়া টি মেরিট লিস্টের ভিত্তিতেই করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন
আমাদের whatsapp গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment