কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি| Cooch Behar Panchanan Barma University Recruitment 2024

Cooch Behar Panchanan Barma University Recruitment 2024: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ এর মাধ্যমে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন।

পদের নাম:

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (Project Assistant)

শূন্যপদ:

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে একটি মাত্র শূন্য পদে নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা:

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে সংস্কৃত বিষয়ে নেট (NET) কোয়ালিফাইড হতে হবে।

সংস্কৃত পানিণি গ্রামারে দক্ষ হতে হবে।

দেবনগরী ভাষাতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
এক বছরের জন্য নিয়োগ করা হবে।

গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি আবেদন করুন

বেতন:

৩২ হাজার টাকা প্রতি মাসে বেতন দেয়া হবে।

ইন্টারভিউ এর তারিখ ও সময়:

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য ইন্টারভিউ তারিখ তারিখ ধার্য করা হয়েছে ১৭ই ডিসেম্বর ২০২৪ সময় ১১ টা।

ইন্টারভিউ এর ঠিকানা:

কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, পঞ্চানন নগর, বিবেকানন্দ স্টিট কোচবিহার পশ্চিমবঙ্গ, পিন – 736101.

আবেদন প্রক্রিয়া:

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে এই আবেদনপত্র ও সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এক কপি জেরক্স সহ ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version