Coal India jobs 2024 : কোল ইন্ডিয়ায় ৬৪০ টি পদে কর্মী নিয়োগ করা হবে

Coal India jobs 2024 : কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ,আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে চাকরি এখনই আবেদন করুন

১. পদের নাম :

মাইনিং এর পদ , মেকানিক্যাল পদ , ইলেকট্রিক্যাল পদ , সিভিল পদ , সিস্টেমের পদ ।

২ . মোট শূন্য পদ : ৬৪০ টি ।

  • মাইনিং পদ : ২৬৩ টি
  • মেকানিক্যাল পদ: ১০৪ টি
  • ইলেকট্রিক্যাল পদ : ১০২ টি
  • সিভিল পদ : ৯১ টি
  • সিস্টেম পদ : ৪১ টি
    অন্যান্য পদের জন্য আরও ৩৯ জন কর্মীকে নেয়া হবে।

৩. শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীদের ন্যূনতম ৬০% নাম্বার সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিটেক, বিই বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে । সংরক্ষিত কর্মীদের জন্য অর্থাৎ SC, ST ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ন্যূনতম ৫৫% নাম্বার প্রয়োজন। এছাড়াও প্রয়োজন হবে গেট স্কোর ।

৪. বয়স সীমা : আবেদনকারীদের বয়সসীমা কত হওয়া উচিত তা নিম্ন আলোচনা করা হলো :
অসংরক্ষিত এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুসারে বয়স সীমা ৩০ বছরের বেশি হলে চলবে না । অন্যদিকে OBC প্রার্থীদের জন্য বয়স ৩ বছর ছাড় এবং ST প্রার্থীদের জন্য আবেদনকারীদের বয়স ৫ বছর ছাড় দেওয়া হয়।

৫ . আবেদনের সময়সীমা :

আগামী ২৯ শে অক্টোবর থেকে এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং ২৮ শে নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলতে থাকবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন ।

৬. গেট স্কোরের প্রয়োজন:

ম্যানেজমেন্ট ট্রেনের জন্য ৬৪০ টি পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হলে তাদের অবশ্যই গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অর্থাৎ গ্রাজুয়েট অ্যাপটিটিউড স্কোর থাকতে হবে । গেট স্কোর পাওয়ার পর আগ্রহী প্রার্থীদের কোল ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । এই ওয়েবসাইটটি হল : www.coalindia.in ।

৭ . আবেদন ফি :

এই পদে নিয়োগের জন্য আবেদনের সময় অসংরক্ষিত, ওবিসি ও ইটব্লিউএস রাত্রের জন্য আবেদন ফ্রি দিতে হবে ১১৮০ টাকা । তবে অনন্য সংরক্ষিত প্রার্থীদের জন্য কোন আবেদন ফি নেওয়া হবে না ।

গুরুত্বপূর্ণ লিংক:

Official website: click here

1 thought on “Coal India jobs 2024 : কোল ইন্ডিয়ায় ৬৪০ টি পদে কর্মী নিয়োগ করা হবে”

Leave a Comment

WhatsApp channel Join Now