CISF Constable Recruitment: 1130 শূন্যপদ সি আই এস এফ কনস্টেবল নিয়োগ, অনলাইন আবেদন!

CISF Constable Recruitment: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF ) কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা, ফি ,অনলাইন আবেদন পদ্ধতি অনুযায়ী আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নেওয়া যাক;

পদের নাম: CISF Constable /Fire (Male)

শূন্যপদ: 1130 টি।

ফি: অনলাইন আবেদনের জন্য ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, অনলাইন ব্যাংকিং ও এস বি আই চালানের মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে।

UR/OBC : 100 টাকা।

ST/SC/ESM দের জন্য কোন ফ্রি লাগবে না।

বয়সসীমা: অনলাইন আবেদনের জন্য 30/09/24 অনুযায়ী বয়স হতে হবে।

নূন্যতম বয়স: 18 বছর।

সর্বোচ্চ বয়স: 23 বছর।

অনলাইন আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স নির্ধারণ করা হবে। 01.10.2001 থেকে 30.09.24 এর মধ্যেই জন্মাতে হবে।

সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থী কি অবশ্যই উচ্চ মাধ্যমিক (12th Standard) পাস বা সমতুল্য ডিগ্রী পাস করতে হবে।

শারীরিক মাপজোক: সিআইএসএফ কনস্টেবল পদে চাকরির জন্য শারীরিক মাপজোক নিম্নলিখিত থাকতে হবে।

Physical Efficiency Test (PET): চাকরিপ্রার্থীকে অবশ্যই 24 মিনিটের মধ্যে পাঁচ কিমি দৌড়াতে হবে।

Physical Standard Test (PST): উচ্চতা 170 সেমি হতে হবে।
চেস্ট: 80 – 85 সেমি । 5 সেমিতে ফোলাতে হবে।

ওজন: উচ্চতা ও বয়স অনুসারে মেডিকেলে নিয়ম অনুযায়ী ওজন হতে হবে।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিচের দেওয়া নোটিফিকেশন লিংক ভালো করে দেখে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 31.08.24 থেকে।

অবদানের শেষ তারিখ অনলাইন ফি পেমেন্ট 30.09.24

এসবিআই চালানের মাধ্যমে ফি জমা দিতে হলে সময় পাবেন 02.10.24 পর্যন্ত।

অনলাইন আবেদন সংশোধনের সময় পাবেন 10.02.24 থেকে 12.10.24 এর মধ্যে।

শূন্য পদের বিবরণ :

পদের নামমোট শূন্যপদ
CISP Constable (Male)1130

গুরুত্বপূর্ণ লিংক:

অনলাইন আবেদন31.08.24 থেকে খুলবে।
নোটিফিকেশনClick here
অফিসিয়াল ওয়েবসাইটচেক করুন

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তথ্য যাচাই করে তবে আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

1 thought on “CISF Constable Recruitment: 1130 শূন্যপদ সি আই এস এফ কনস্টেবল নিয়োগ, অনলাইন আবেদন!”

Leave a Comment