CCL For Male Teacher: সন্তান পালনে পুরুষরাও ৭৩০ দিন ছুটি পাবে, তবে সমস্ত পুরুষরা কি?

CCL for Male Teacher: সন্তান প্রতিপালনে (CCL) মহিলাদের মত পুরুষ কর্মচারীও ৭৩০ দিন ছুটি পাবে। আজ সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা এমনই নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হল সমস্ত পুরুষ-কর্মচারীরা কি ৭৩০ দিন (CCL) ছুটি পাবেন?

সন্তান প্রতি ( CCL) পালনের জন্য মায়েদের সঙ্গে সঙ্গে বাবারও দায়িত্ব কম নয়। তাই মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষদেরও ৭৩০ দিন ছুটি দিতে হবে। এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক শিক্ষক। সেই মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা চাইল্ড কেয়ার লিভ (CCL) এর ক্ষেত্রে দ্রুত ও রাজ্যকে তিন মাসের মধ্যে ছুটি সংক্রান্ত অর্ডার জারি করার কথা বলেছেন।
এ বিষয়ে ২০১৮ সালে কেন্দ্রে সরকারের একটি আইন রয়েছে। সেই আইনে কি রয়েছে তা দেখে নেওয়া যাক।

সপ্তম বেতন কমিশনের আওতায় একজন মহিলা কর্মচারীর পাশাপাশি একজন পুরুষ সিঙ্গেল ফাদার ও ৭৩০ দিন বা দু বছর চাইল্ড কেয়ার লিভ (CCL) এর ছুটি পাবেন। চাকরিজীবী তার সারা জীবন চাকরি কালে ৭৩০ দিন বা দু বছরের ছুটি পাবেন। এক্ষেত্রে তার কোন বেতন কাটা যাবে না। সর্বাধিক দুইজন সন্তানের ক্ষেত্রে তাদের ১৮ বছরের মধ্যে এই ছুটি নিতে হবে।

এক বছরের তিনবারের বেশি এই ছুটি নেওয়া যাবে না। সর্বনিম্ন 15 দিন এই ছুটি নেওয়া যেতে পারে।

সিঙ্গেল ফাদার কারা?

সিঙ্গেল বাবা হলেন সেই ব্যক্তি যিনি একজন শিশু কন্যা বা পুত্রকে তিনি একা লালন পালন করেন। এক্ষেত্রে কারোর অংশীদারি ছাড়া।

কেন্দ্রের 2018 সালের চাইল্ড কেয়ার লিভের (CCL) নিয়ম অনুযায়ী সিঙ্গেল ফাদারকে ওই ছুটি দানের কথা বলা হয়েছে। ২০১৮ সালের নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে যে মহিলা কর্মীদের পাশাপাশি পুরুষরাও চাইল্ড কেয়ার লিভ হিসেবে ৭৩০ দিন ছুটি পাবেন। তবে কেবল সিঙ্গেল ফাদাররা। আরো নির্দেশ আছে যে চাইল্ড কেয়ার লিিএর দ্বিতীয় বছরে মূল বেতনের কুড়ি শতাংশ কম বেতন পাবেন।

সমস্ত পুরুষ কর্মচারীরাও কি এই ছুটি পাবেন?

তাহলে প্রশ্ন থেকে যায় সমস্ত পুরুষ কর্মচারীরা বা শিক্ষকরা কি ৭৩০ দিন চাইল্ড কেয়ার লিভ (CCL) পাবেন ২০১৮ সালের ওই নির্দেশ বা আইন ভালো করে দেখলে বোঝা যায় কেবলমাত্র সিঙ্গেল প্রেরণ রা এই সুবিধা পাবেন। তাই সমস্ত পুরুষ চাকরিজীবীরা এর আওতায় আসছেন না।

হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃত সিনহা ৯০ দিনের মধ্যে রাজ্য সরকারকে এই বিষয়ে অর্ডার জারি করতে বলেছেন। যদিও সেই অর্ডার এখনো আমাদের হাতে আসেনি। সেই অর্ডার সম্পূর্ণ হাতে আসলে ডিটেইলস এ আপনাদেরকে জানাবো।

এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন- এখনও পর্যন্ত মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের কপি হাতে পাই নি। তবে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের যে আইন রয়েছে। তাতে স্পষ্ট যে কেবলমাত্র সিঙ্গেল ফাদাররা এই সুযোগ পাবেন। সমস্ত শিক্ষকরা না।

বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন – যদি কেন্দ্রীয় অনুসরণ করা হয়, তাহলে কেবল সিঙ্গেল ফাদাররা এর সুবিধা পাবেন। রাজ্য যদি আলাদা করে এই ছুটি দেন। তাহলে শিক্ষকদের জন্য আলাদা পাওনা হবে।

কেন্দ্রীয় আইনে কি আছে দেখে নিন: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment