Calcutta High Court Recruitment: কলকাতা হাইকোর্ট 291 টি শূন্যপদে নিয়োগ চলছে!

Jobs in Kolkata High Court: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court Recruitment) 291 টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন (online Application) করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া, নোটিফিকেশন (Notification) দেখে নিন!

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court Recruitment) 291 টি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (Lower Division Assistant) শূন্যপদ পূরণের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ও অনলাইন আবেদন (Online application) প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

পদের নাম : Lower Division Assistant

শূন্যপদ: 291 টি।

বেতন: Pay Level-6 ( 22700 – 58500) টাকা। নূন্যতম 24100 ও অন্যান্য ভাতা।

চাকরি ও শিক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পেতে login করুন: www.msbanglanews.com

শিক্ষাগত যোগ্যতা:

  1. ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
    অথবা অন্যান্য বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হলেও চলবে।
  2. ভার্নাকুলার স্টেট (Vernacular state) সম্পর্কে জ্ঞান থাকা চাই।

বয়সসীমা: (01.01.2024 )

  1. 18 থেকে 40 বছর এর মধ্যে থাকতে হবে। সংরক্ষিত চাকরি প্রার্থীরা 5% ছাড় পাবেন, সরকারের নিয়ম অনুযায়ী।
  2. অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম এই বয়সে ছাড় পাবেন।
  3. বয়সে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট ও সার্টিফিকেট গ্রাজ্য হবে।

আবেদনের ফি:

UR : 800 টাকা।

SC/ST: 400 টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে: 05.08.2024 থেকে।

আবেদনের শেষ তারিখ : 26.08.2024

এডমিট কার্ড ডাউনলোড: পরে জানানো হবে।

এডমিট কার্ড ডাউনলোড এর শেষ তারিখ : পরে জানানো হবে।

পরীক্ষার তারিখ : পরে জানানো হবে।

প্যানেল প্রকাশের তারিখ: পরে জানানো হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

NotificationClick here
Official WebsiteClick here

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবতীয় তথ্য বিচার করে তারপর আবেদন করবেন চাকরি। এছাড়া অন্যান্য খবর পেতে অবশ্যই ওয়েবসাইটটি ফলো করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment