BEL India Recruitment 2024: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে (BEL) চাকরির সুযোগ! আবেদন করুন।

BEL India Recruitment 2024: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে (BEL) ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নিন।

ন্যাশনাল সিটস কর্পোরেশনে চাকরি এখনই আবেদন করুন

পদের নাম: ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার ( Trainee engineer & Project engineer)

বয়স সীমা:

উপরে উল্লেখিত পদ গুলির জন্য আবেদন করতে হলে যে বয়সসীমা থাকতে হবে তা হল;

নূন্যতম বয়স হতে হবে ২৮ বছর ।

সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর।
সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

উপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং এ BE/B.Tech/B.Sc থাকতে হবে।

আবেদন ফি:

ট্রেনি ইঞ্জিনিয়ারিং পদের জন্য General/OBC/EWS চাকরিপ্রার্থীদের 150 টাকা সঙ্গে জি এস টি দিতে হবে।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য General/OBC/EWS চাকরিপ্রার্থীদের 400 টাকা সঙ্গে জি এস টি দিতে হবে।

SC/ST/PWBD চাকরিপ্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবেনা।

আবেদন ফ্রি গ্রহণ করা হবে এস বি আই কালেক্ট এর মাধ্যমে।

শূন্যপদের বিবরণ:

ট্রেনি ইঞ্জিনিয়ার: 23 টি।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার: 54 টি।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরু হয়েছে 26.10.2024 থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ 09.11.2024

গুরুত্বপূর্ণ লিংক:

BEL Recruitment Notification pdf

Official website : Click here

Leave a Comment

WhatsApp channel Join Now