BDL Recruitment 2024 : মিসাইল তৈরির সংস্থায় (BDL Recruitment 2024) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ
১. পদের নাম :
ভারত ডায়নামিক্স লিমিটেড( Bharat Dynamics Limited) ।
২. মোট শূন্যপদ :
১৫০ টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য । এবার হয়তো শিক্ষা নিবেদ পদের জন্য এটিতে নিয়োগ করা হবে। যেগুলির মধ্যে রয়েছে ফিটার ,ইলেকট্রনিক্স, মেকানিক, মেসিনিস্ট সহ একাধিক পদ রয়েছে । এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানতে Bharat dynamics limited এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
৩. আবেদন প্রক্রিয়া :
এই পদে চাকরির জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে ভারত ডাইনামিক লিমিটেডে এ আবেদন করতে হবে। এই আবেদনটি করতে একটি লিংকে ক্লিক করতে হবে সেই লিংকটি হল bdl-india.in ।
৪. আবেদনের তারিখ :
গত ১১ ই নভেম্বর থেকে এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ হল ২৫ নভেম্বর ।
৫. নিয়োগ প্রক্রিয়া :
যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। তাদের যোগ্যতা এবং আইটিআইয়ের প্রাপ্ত অংক এর নম্বরের ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হবে।
দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত ডাইনামিকস লিমিটেড খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এটি আধুনিক মিসাইল এবং আধুনিক প্রযুক্তির বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। আগ্রহী প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জেনেই নিজে নিজে দায়িত্বে আবেদন করবেন।
Official website: click here