Bankura university Recruitment : পশ্চিমবঙ্গের বাঁকুড়া ইউনিভার্সিটিতে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগের সুযোগ !এর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় (Bankura university Recruitment) সম্প্রতি একটি চাকরি নোটিফিকেশন জারি করেছে। যেখানে বলা হয়েছে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পিওরলি টেম্পোরারি বেসিসে লেকচারার পদে নিয়োগ করা হবে।
আরো পড়ুন, 595 সহকারী অধ্যাপক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়লো
পদের নাম: স্পেশাল লেকচারার (special Lectures)
বিষয়: ফিজিক্স (Physics)
শিক্ষাগত যোগ্যতা:
- চাকরিপ্রার্থীকে অবশ্যই ফিজিক্স এ পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে । সঙ্গে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
- NET/SET কোয়ালিফাই করে থাকতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময় :
ফিজিক্স এ লেকচারার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হবে। 18 সেপ্টেম্বর 2024, সময় দুপুর ১২ টা।
ইন্টারভিউয়ের স্থান:
Department of Physics, Bankura university
রিপোর্টিং টাইম: 11.30 a m , 18.09.2024 তারিখে।
বেতন: নিয়ম অনুযায়ী ক্লাসের ভিত্তিতে নির্ধারিত হবে।
চাকরির প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট অরিজিনাল ও এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে। সেই সঙ্গে বায়োডাটা ফিলাপ করে বাঁকুড়া ইউনিভার্সিটি রেজিস্টার এর কাছে জমা করতে হবে ইন্টারভিউ এর দিন।