Bank Jobs : ইন্ডিয়ান ওভারসীস ব্যাংক এ 550 টি শূন্য পদে নিয়োগ! এখনই আবেদন করুন।

Bank Jobs: যারা ব্যাংকের (Bank jobs) বিভিন্ন পদে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর তাদের জন্য ভালো খবর। ইন্ডিয়ান ওভারসীস ব্যাঙ্ক এ 550 টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে!

ভারতের বিভিন্ন রাজ্যে ইন্ডিয়ান ওভারসীস ব্যাঙ্ক অ্যাপেন্টিস (Apprentice) পদে (550 টি) নিয়োগ করবে। এ নিয়ে ইন্ডিয়ান ওভারসীস ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ,শূন্য পদ, নোটিফিকেশন, অনলাইন আবেদন ও নিয়োগ পদ্ধতি দেখে নেওয়া যাক।

পদের নাম: Indian overseas Bank Apprentice

শূন্যপদ: 550 টি।

ফি: ইন্ডিয়ান ওভারসীস ব্যাংকে অ্যাপেন্টিস (Apprentice) নিয়োগের জন্য ফি জমা দিতে হবে অনলাইনে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

UR/OBC/EWS : 800 টাকা। সঙ্গে 18% জি এস টি নিয়ে মোট 944 টাকা ফি জমা দিতে হবে।

SC/ST: 600 টাকা, সঙ্গে 18% জি এস টি মোট: 708 টাকা।

PWBD: 400 টাকা 18% জি এস টি নিয়ে মোট 472 টাকা।

বয়সসীমা: 01.08.24 অনুযায়ী

ইন্ডিয়ান ওভারসীস ব্যাংকে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের জন্য নূন্যতম ও সর্বোচ্চ যে বয়স সীমা থাকতে হবে তা হল;

নূন্যতম বয়স (UR/EWS) 20 বছর।

সর্বোচ্চ বয়স ( UR /EWS) 28 বছর।

সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান ওভারসীস ব্যাঙ্কে অ্যপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ; তা হল যে কোন শাখায় গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন।

ইন্ডিয়ান ওভারসীস ব্যাঙ্ক অ্যাপেন্টিস (Apprentice) পদে যারা নিয়োগ পাবেন তাদের এক বছর স্টাইপেন্ড দেওয়া হবে । কারা কত স্টাইপেন্ড পাবেন দেখে নিন;

Branch Category Stipend per month
Metro 15000 টাকা
Urban 12000 টাকা
Semi Urban / Rural 10000 টাকা

অনলাইন পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন:

Name of the testsNo of questions Marks
জেনারেল এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস2525
জেনারেল ইংলিশ2525
কোয়ানটিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড2525
কম্পিউটার ও সাবজেক্ট নলেজ525
মোট 100100
Indian overseas Bank Apprentice syllabus

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু ও ফি পেমেন্ট শুরু হচ্ছে 28.08.2024 থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ: 10.09.24

ফি জমা দেওয়ার শেষ তারিখ: 15.09.24

অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: 22.09.2024

শূন্য পদের বিবরণ: ইন্ডিয়ান ওভারসীস ব্যাঙ্ক এ অ্যাপেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য রাজ্যভিত্তিক শূন্য পদ গুলি হল

পদের নাম (রাজ্য) শূন্যপদ
আন্দামান-নিকোবর 01
অন্ধ্রপ্রদেশ22
অরুণাচল প্রদেশ 01
আসাম02
বিহার07
চন্ডিগড়02
ছত্রিশগড়05
দমন দিউ01
দিল্লি17
গুজরাট11
গোয়া07
হিমাচল প্রদেশ03
হরিয়ানা06
জম্মু ও কাশ্মীর01
ঝাড়খান্ড06
কর্ণাটক21
কেরালা15
মনিপুর01
মেঘালয়01
মহারাষ্ট্র16
মিজোরাম01
মধ্যপ্রদেশ07
নাগাল্যান্ড01
ওড়িশা09
পাঞ্জাব08
পন্ডিচেরি08
রাজস্থান07
সিকিম01
তেলেঙ্গানা14
তামিলনাড়ু57
ত্রিপুরা 02
উত্তরাখন্ড06
উত্তর প্রদেশ 18
পশ্চিমবঙ্গ10
Vacancy Details in Indian overseas Bank

গুরুত্বপূর্ণ লিংক:

Indian overseas Bank details Notification

Indian overseas Bank official website

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version