রাষ্ট্রায়ত্ত ব্যাংক এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি: Bank Jobs in indiaরাষ্ট্রায়ত্ত ব্যাংক এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন ।
C-DAC কোলকাতায় চাকরির সুযোগ, আবেদন করুন।
১. পদের নাম :
ব্যাংকে হেড( প্রোডাক্ট , ইনভেটমেন্ট অ্যান্ড রিসার্চ ), জোনাল হেড, রিজিওনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার টিম লিড এবং সেন্ট্রাল রিসার্চ টিম ( প্রোডাক্ট লিড) পদ ।
২. শিক্ষাগত যোগ্যতা :
এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীদের যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে অবশ্যই । এছাড়াও এর পাশাপশি ১২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
৩. বয়সসীমা :
রিলেশনশিপ ম্যানেজার টিম লিড এবং সেন্ট্রাল রিসার্চ টিম ( প্রোডাক্ট লিড) পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা ২৮ থেকে ৪২ এবং ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
৪. বেতন :
পদ অনুসারে কর্মীদের বেতন দেওয়া হবে । নিযুক্ত কর্মীদের বার্ষিক বেতন ১৩ লক্ষ ৫ হাজার টাকা ।
৫. নির্বাচন পদ্ধতি:
এই পদ গুলিতে যোগ্য ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে । আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে ।
৬. আবেদন ফি :
আবেদনকারীদের ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে । সংরক্ষিত দের জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।
৭. আবেদনের সময়সীমা:
আগামী ১২ ই ডিসেম্বর এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৮. পোস্টিং :
এই পদের নিয়োগ এই রাজ্যেই হবে । সঙ্গে মুম্বাই , নয়া দিল্লি ও চেন্নাই সহ বিভিন্ন দেশে পোস্টিং হতে পারে। ২৫ টি পদে হবে নিয়োগ ।