Assistant Professor: সহকারি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 100 সহকারী অধ্যাপক শূন্যপদে নিয়োগ হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের যোগ্যতা, অনলাইন আবেদন পদ্ধতি, বেতন, বিষয়ভিত্তিক শূন্যপদ সম্পর্কে জানতে প্রতিবেদনটি সম্পন্ন দেখুন।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্ণাটক (NITK ) সুরাটকল সহকারী অধ্যাপক (Assistant Professor) নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে কেউ আবেদন করতে পারবেন।
পদের নাম: Assistant Professor
শূন্যপদ: 100 টি।
যোগ্যতামান:সহকারী অধ্যাপক ( assistant Professor) আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট (PG) ডিগ্রী এবং সেই সঙ্গে পিএইচডি (PhD)ডিগ্রী থাকতে হবে।
আবেদন ফি:
জেনারেল ও ওবিসি চাকরি-প্রার্থীদের জন্য 2500 টাকা।
Sc st চাকরিপ্রার্থীদের জন্য কোন কি লাগবে না।
পেমেন্ট মোড: অনলাইনে পেমেন্ট করতে হবে ।ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
বয়সসীমা:
সর্বোচ্চ সর্বনিম্ন বয়স কত হতে হবে তা জানার জন্য নোটিফিকেশনটি ভালো করে দেখে নিন।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হচ্ছে: 27.07.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ: 17.08.24 , বিকেল পাঁচটা পর্যন্ত।
আবেদনের হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ: 23.08.24 বিকেল পাঁচটা পর্যন্ত।
শূন্যপদের বিবরণ:
পদের নাম | শূন্যপদ |
Assistant Professor (Regular) | 87 |
Assistant Professor (Baklog) | 9 |
Associate Professor | 2 |
Professor | 2 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification | Click here |
Online application | Click here |
Official website | Click here |
আবেদনকারীদের কাছে অনুরোধ আপনারা অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নোটিফিকেশন ভালো করে দেখে যাচাই করে তারপর আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট ও যাবতীয় লিংক দিয়ে দেওয়া হয়েছে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফলো করুন MS Bangla News.