Assistant Professor: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন কলেজে 2424 টি শূন্যপদে সহকারি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কমিশনের নির্দিষ্ট যোগ্যতামান অনুযায়ী আবেদন করতে পারবেন। নোটিফিকেশন ও আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের (HPSC Assistant Professor) মাধ্যমে বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক ( Assistant Professor) পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে ভারতের সমস্ত রাজ্যের যোগ্য ডিগ্রিধারী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
শূন্যপদের নাম: HPSC Assistant Professor Recruitment 2024
শূন্যপদ: 2424 টি।
বিজ্ঞপ্তির তারিখ: 03.08.2024
যোগ্যতামান:
চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী কমপ্লিট করতে হবে, সঙ্গে NET/SLET / SET পাশ করে থাকতে হবে।
মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক স্তরে হিন্দি ও সংস্কৃত বিষয়ে পড়াশোনা করে থাকতে হবে।
বয়সসীমা: (as on 15.07.24)
সর্বনিম্ন বয়স: 21 বছর।
সর্বোচ্চ বয়স: 42 বছর।
তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি:
জেনারেল- 1000 টাকা।
SC/ST/ EWS /BC-A/ BC-B : 250 টাকা
PWD: Nil
সমস্ত পেমেন্ট অনলাইনে করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
গুরুত্বপূর্ণ তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: 02.08.24 তারিখে।
অনলাইন আবেদন শুরু: 07.08.24 থেকে।
আবেদনের শেষ তারিখ ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: 27.08.24
Notification | Click here |
Official website | Click here |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।