Assistant Professor Recruitment 2024 : ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাঁচি বিশ্ববিদ্যালয়ে সরকারি অধ্যাপক পদে সহকারি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিভাবে আবেদন করবেন তা এক নজরে দেখে নিন।
NTPC তে জুনিয়ার এক্সিকিউটিভ পদে নিয়োগ এখনই আবেদন করুন
পদের নাম : সরকারি অধ্যাপক (Assistant Professor)
কোন কোন বিষয়ে অধ্যাপক নিয়োগ করা হবে?
বাংলা, অ্যান্থৌপলজি, বোটানি, কেমিস্ট্রি ,কমার্স, ইকোনমিক্স ,ইংলিশ, জিওগ্রাফি, জিওলজি, হিন্দি, ইতিহাস, হোম সাইন্স ,কুরমালি, কুরুক, ম্যাথমেটিক্স, মুন্ডারী, পাঁচপারগানিয়া, ফিলোজফি ,ফিজিক্স, পলিটিকাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সোশিয়লজি, উর্দু, জুলজি।
শিক্ষাগত যোগ্যতা :
- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
- আবেদনকারীদের অবশ্যই NET পাস হতে হবে।
আবেদন ফি:
আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে এবং ফি অনলাইন জমা দিতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। রাঁচি বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিমান্ড ড্রাফ্ট কাটাতে হবে।
UR/EWS/OBC চাকরিপ্রার্থীদের জন্য ১০০০ টাকা জমা দিতে হবে।
SC/ST/PH চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা জমা করতে হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 19.10.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ: 28.10.2024
অনলাইন আবেদনের হার্ট কপি ও সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ: 16.11.2024
ইন্টারভিউ এর তারিখ: পরে জানানো হবে।
সাধারণ নির্দেশাবলী :
আবেদনকারীদের মধ্য থেকে আগ্রহী প্রার্থীদের নির্বাচন সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক হবে এবং ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশন দ্বারা সরকারি অধ্যাপকদের নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত বা ৬৫ বছর বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত এই চুক্তি বৈধ থাকবে।
উপরিউক্ত নানান পরিষেবা গুলির জন্য প্রতি মাসে একত্রিত পারিশ্রমিক দেওয়া হবে ।
আবেদনটি শুধুমাত্র চ্যান্সেলর পোটাল ( www.jharkhanduniversities.nic.in) বা রাঁচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন ।
রাঁচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট টি হল (www.jharkhanuniversity.ac.in )
গুরুত্বপূর্ণ লিংক:
Ranchi University Assistant Professor Recruitment Notification pdf
Official website: Click here