Assistant Professor in West Bengal : কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে (St. Xaviers University) বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) প্রফেসর (Professor) অ্যাসোসিয়েট প্রফেসর ( Associate Professor) নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ সম্পর্কে দেখে নেওয়া যাক;
কোলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি (St. Xaviers University) যেটি একটি স্বশাসিত ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ হবে।
বিজ্ঞপ্তি নং: 02 (08/2024) /Teaching তারিখ 23.08.24
ব্য়সসীমা: 15.09.2024 অনুযায়ী বয়স হতে হবে।
Assistant Professor: 45 বছর।
Associate Professor: 50 বছর।
Professor: 55 বছর।
শিক্ষাগত যোগ্যতা: UGC দ্বারা নির্ধারিত নিয়ম অনুযায়ী।
Assistant Professor:
- UGC ও AICTE এর নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে এবং গ্রাজুয়েশনে 50 শতাংশ নম্বর থাকতে হবে।
- PhD ডিগ্রি থাকতে হবে।
Associate Professor:
- UGC ও AICTE এর নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে এবং গ্রাজুয়েশনে 50 শতাংশ নম্বর থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
- 7টি পাবলিকেশন থাকতে হবে।
- নূন্যতম আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
- সাকসেসফুল গাইডিং এর অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে স্কলার থাকা চাই।
Professor:
- UGC ও AICTE এর নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে এবং গ্রাজুয়েশনে 50 শতাংশ নম্বর থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
- 10 টি পাবলিকেশন থাকতে হবে।
- নূন্যতম 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
- ডক্টরাল ছাত্রদের সাকসেসফুলি গাইডেন্স করার অভিজ্ঞতা থাকতে হবে।
অনলাইন আবেদন:
নিম্নলিখিত বিষয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন করতে হবে। আবেদনের পর ফর্মের প্রিন্ট আউট ও বিভিন্ন ডকুমেন্টস স্পিড পোস্ট/ রেজিস্টার পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়;
The Registrar
St. Xavier,s University Kolkata
Premises No: III -B 1 , Action Area III B
Newton Kolkata pin: 700160
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়েছে 23.08.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ: 15.09.34
অনলাইনে আবেদনের প্রিন্ট আউট ডকুমেন্ট পাঠানোর শেষ দিন: 18.09.24
শূন্যপদের বিবরণ:
assistant Professor
পদের নাম | বিষয় | বেতন |
Assistant Professor | Management, Law, Commerce, Mass communication | শুরুতে 57700 টাকা Pay level 10. With 5 increment in PhD |
Associate Professor
পদের নাম | বিষয় | বেতন |
Associate Professor | Law, Commerce, Mass communication, English | 131400 টাকা Pay level 13A |
পদের নাম | বিষয় | বেতন |
Professor | Lwa, Commerce | 144200 টাকা Pay Level 14 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
st. Xaviers University Recruitment notification Click here
st. Xaviers official website link: check now
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ উপরের পদ গুলিতে অনলাইন আবেদনের আগে অবশ্যই চেক করে ।তথ্য যাচাই করে ওবেই আবেদন করবেন।