Assistant Professor in West Bengal: সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে অধ্যাপক পদে নিয়োগ!

Assistant Professor in West Bengal : কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে (St. Xaviers University) বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) প্রফেসর (Professor) অ্যাসোসিয়েট প্রফেসর ( Associate Professor) নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ সম্পর্কে দেখে নেওয়া যাক;

কোলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি (St. Xaviers University) যেটি একটি স্বশাসিত ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ হবে।

বিজ্ঞপ্তি নং: 02 (08/2024) /Teaching তারিখ 23.08.24

ব্য়সসীমা: 15.09.2024 অনুযায়ী বয়স হতে হবে।

Assistant Professor: 45 বছর।

Associate Professor: 50 বছর।

Professor: 55 বছর।

শিক্ষাগত যোগ্যতা: UGC দ্বারা নির্ধারিত নিয়ম অনুযায়ী।

Assistant Professor:

  1. UGC ও AICTE এর নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।
  2. সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে এবং গ্রাজুয়েশনে 50 শতাংশ নম্বর থাকতে হবে।
  3. PhD ডিগ্রি থাকতে হবে।

Associate Professor:

  1. UGC ও AICTE এর নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।
  2. সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে এবং গ্রাজুয়েশনে 50 শতাংশ নম্বর থাকতে হবে।
  3. সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
  4. 7টি পাবলিকেশন থাকতে হবে।
  5. নূন্যতম আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
  6. সাকসেসফুল গাইডিং এর অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে স্কলার থাকা চাই।

Professor:

  1. UGC ও AICTE এর নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।
  2. সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে এবং গ্রাজুয়েশনে 50 শতাংশ নম্বর থাকতে হবে।
  3. সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
  4. 10 টি পাবলিকেশন থাকতে হবে।
  5. নূন্যতম 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
  6. ডক্টরাল ছাত্রদের সাকসেসফুলি গাইডেন্স করার অভিজ্ঞতা থাকতে হবে।

অনলাইন আবেদন:


নিম্নলিখিত বিষয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন করতে হবে। আবেদনের পর ফর্মের প্রিন্ট আউট ও বিভিন্ন ডকুমেন্টস স্পিড পোস্ট/ রেজিস্টার পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়;

The Registrar

St. Xavier,s University Kolkata

Premises No: III -B 1 , Action Area III B

Newton Kolkata pin: 700160

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু হয়েছে 23.08.24 থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ: 15.09.34

অনলাইনে আবেদনের প্রিন্ট আউট ডকুমেন্ট পাঠানোর শেষ দিন: 18.09.24

শূন্যপদের বিবরণ:

assistant Professor

পদের নামবিষয়বেতন
Assistant ProfessorManagement, Law, Commerce, Mass communicationশুরুতে 57700 টাকা Pay level 10. With 5 increment in PhD
assistant Professor vacancy in st. Xaviers University

Associate Professor

পদের নামবিষয়বেতন
Associate ProfessorLaw, Commerce, Mass communication, English131400 টাকা Pay level 13A
st. Xaviers University associate Professor vacancy
পদের নামবিষয়বেতন
ProfessorLwa, Commerce144200 টাকা Pay Level 14
Professor Recruitment Vacancy

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

st. Xaviers University Recruitment notification Click here

st. Xaviers official website link: check now

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ উপরের পদ গুলিতে অনলাইন আবেদনের আগে অবশ্যই চেক করে ।তথ্য যাচাই করে ওবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment