AOT Assistant professor Recruitment 2024: বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি!

AOT Assistant professor Recruitment 2024: একাডেমিক অফ টেকনোলজি (AOT) , অধ্যাপক ,সহযোগী অধ্যাপক ,এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

ব্যাঙ্ক অফ বরোদায় বিভিন্ন পদে চাকরি আবেদন করুন

১. পদের নাম :

  • অধ্যাপক : CSE / ECE / EE / ME/ EEE .
  • সহকারি অধ্যাপক : CSE/ECE/EE/ME/EEE/MCA, গণিত /রসায়ন /ইংরেজি .

২. শিক্ষাগত যোগ্যতা :

সংশ্লিষ্ট বিষয়ে পিজি ডিগ্রি থাকতে হবে সেই সঙ্গে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
আগ্রহী প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে ।

৩. বেতন :

আগ্রহীপ্রার্থীদের বেতন AICTE নিয়ম অনুযায়ী নির্ধারিত করা হবে ।

আবেদন করবেন কিভাবে

আবেদনের সময় অনুগ্রহ করে আগ্রহীপ্রার্থীর CV পাঠান। career@aot.edu.in – এ সমস্ত শিক্ষাগত যোগ্যতা নথিপত্র, প্যান কার্ড এবং আধার কার্ডের ফটোকপি সহ কলেজ এর ওয়েবসাইটে পাওয়া নির্ধারিত ফরমেটে, আগ্রহী প্রার্থী যে পোস্টের জন্য আবেদন করেছে তা নির্দেশ করে পাঠাতে হবে। সিভি এবং শংসাপত্রের একটি অনুলিপি পোস্ট করতে হবে অবশ্যই ।

  • অনুলিপি পাঠাবেন এই ঠিকানায়: The director , Academy of Technology, G.T .Road ( Adisaptagram) , P.O : Aedconagar , Hooghly – 712121, West Bengal .

এই পদে চাকরির বিষয়ে আরো কিছু জানার জন্য অনুগ্রহ করে aot.edu.in ওয়েবসাইটে নজর রাখুন ।

গুরুত্বপূর্ণ লিংক:

AOT Assistant professor Recruitment Notification

Official Notification: click here

1 thought on “AOT Assistant professor Recruitment 2024: বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি!”

Leave a Comment

WhatsApp channel Join Now