Airport Athority of India (AAI) Recruitment 2025: কলকাতার এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন ফি, আবেদন পদ্ধতি,বিস্তারিত নোটিফিকেশন, আবেদনের শেষ তারিখ, বিস্তারিত দেখে নিন।
আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
সূচিপত্র
পদের নাম : (AAI Recruitment)
এখানে কর্মীদের জুনিয়র কনসাল্টেন্ট পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ :
মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা :
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ৬৫ বছর মত হতে হবে। ০১/০১/২০২৫ অনুসারে আবেদনকারীদের বয়সসীমা করনা করা হবে। এই বিষয়ে আরো জানতে বিস্তারিত official website এর বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে পড়ে নিন।
বেতন :
এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৫০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের যেকোন ক্লিনিকাল বা সাংগঠনিক সেটিং এ ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ভারতের বনদপ্তর এর মোট বেতনে চাকরির সুযোগ দেখে নিন
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ :
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলি হল –
- আবেদনকারীর জন্মের প্রমাণপত্র অনুসারে জন্ম সার্টিফিকেট/স্কুল সেরে যাওয়ার শংসাপত্র সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণের অনুলিপি (ডিগ্রী সার্টিফিকেট+সমস্ত মার্কসিট)।
- কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র।
- আরসিআই লাইসেন্স/পেশাগত শংসাপত্র।
আবেদন পদ্ধতি :
এই পদে যারা আবেদন করতে চায় সে সমস্ত আগ্রহী প্রার্থীদের ইমেল এর মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম এই প্রতি বেদনের নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংকটি আছে সেখান থেকে সেটিকে ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সেটা কি সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদন পত্রটি জমা করতে হবে। যে ইমেইলে আবেদন পত্রটি জবা করতে হবে সেই ইমেইলটি হল – hrrhqer@aai.aero । এভাবেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আরো বিস্তারিত তথ্য পেত
আবেদনের শেষ তারিখ :
আবেদন প্রক্রিয়াটি ০২/০২/২০২৫ তারিখে শেষ হবে।
অফিসিয়াল ওয়েবসাইট :
অফিসিয়াল ওয়েবসাইটটি হলো – View Now