Administrative Teacher Transfer (10c section): শিক্ষকদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার সংক্রান্ত (10C section) মামলায় গুরুত্বপূর্ণ অর্ডার জারি করল সুপ্রিম কোর্ট। কি রয়েছে এই অর্ডারে? চলুন দেখে নেওয়া যাক!
প্রাথমিক শিক্ষকদের এ ক্যাটাগরি স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের
শিক্ষক ও শিক্ষাকর্মীদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার (administrative Teacher Transfer) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়েছে। মূলত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত এই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট এই রায়দান করেছেন গত 26.09.2024 তারিখে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিদ্বয় জে কে মহেশ্বরী ও রাজেশ বিন্দাল। সেই অর্ডার কপি আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হলো।
এর আগে এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট জানিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যদি মনে করেন শিক্ষার স্বার্থে ও জনগণের সুবিধার্থে শিক্ষক ও শিক্ষাকর্মীকে যে কোন জায়গায় ট্রান্সফার করা যাবে। আজ সেই অর্ডার কপি আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। সেখানে কি রয়েছে দেখে নেওয়া যাক।
শিক্ষকদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার (administrative Teacher Transfer) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি শিক্ষক সংগঠন। এর আগে কলকাতা হাইকোর্টে 27.07.2023 ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি মাননীয় হরিসট্যান্ডন ও মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এই মামলা সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে । সেখানে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি দ্বয় জানান যে হাইকোর্টে দেওয়া নির্দেশের উপর তারা কোন স্থগিতাদেশ দিচ্ছে না বা কোনরূপ হস্তক্ষেপ করছে না এবং এই ধরনের সমস্ত মামলার আবেদন আর গ্রহণ করা হবে না।
27.07.2023 এ হাইকোর্টের রায় কি বলা হয়েছিল চলুন দেখে নেওয়া যাক। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি দ্বয় জানান যে, মামলার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে জাজমেন্টের শেষে বলেন 10 c section কে Ultra vires declared করার কোন কারণ কলকাতা হাইকোর্ট খুঁজে পাইনি। ultra vires অর্থাৎ ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার বাইরে গিয়ে কোন কাজ করা করেনি ওই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তাই কলকাতা হাইকোর্ট 10c section ট্রান্সফার কে অবৈধ ঘোষণা করতে পারছে না। তাই এসএসসি চাইলে যেকোনো শিক্ষককে যেকোন জায়গায় ট্রান্সফার করতে পারবেন 10c section কে কাজে লাগিয়ে।
অ্যাডমিনিসটিটিভ ট্রান্সফার (10c section)এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কি আইন রয়েছে দেখে নেওয়া যাক; The West Bengal central school service commission ACT 1997 এর Ammendment date 17.04.2017 এ 10c section add করে বলা হয়েছিল interest of education and interest of public service হেতু, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হেডমাস্টার হেড মিস্ট্রেস সহ সমস্ত সহকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের sanctioned পোষ্টের নিযুক্ত শিক্ষকদের যেকোন স্কুলে ট্রান্সফার করতে পারেন।
তথ্য সহযোগিতায় শুভ তোজো মান্না স্যার।