উচ্চমাধ্যমিক 2025 ভূগোল সাজেশন 100% কমন| HS Geography Suggestion 2025 pdf

HS Geography Suggestion 2025 pdf: যারা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন প্রকাশ করা হলো। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে। (HS Geography Suggestion pdf & answer, HS exam geography, WBCHSE geography Suggestion 2025)

প্রথম অধ্যায়: ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, বহিঃস্থ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ

  1. সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, আর্টেজীয় কূপ কিভাবে সৃষ্টি হয়?
  2. সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরণ দাও। পর্যায়ন কাকে বলে। ভৌমজলের গুরুত্ব আলোচনা কর।
  3. প্রস্রবণ বলতে কি বোঝো? প্রস্রবণের শ্রেণীবিভাগ কর। আরোহন ও অবরোহনের মধ্যে পার্থক্য লেখ।
  4. উপকূল কাকে বলে? উপকূলের শ্রেণীবিভাগ কর। রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য লেখ।
  5. চিত্রসহ আর্টেজীয় কূপের বর্ণনা কর। কাস্ট অঞ্চল গঠনে অন্যতম শর্ত গুলো কি কি? কাস্ট অঞ্চল প্রায়শই অনুর্বর হয় কেন?ভৌম জলের নিয়ন্ত্রক গুলো কি কি?

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ পিডিএফ

দ্বিতীয় অধ্যায়: ক্ষয়চক্র: পদ্ধতি ও প্রক্রিয়া

  1. স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কি বোঝো? ডেভিসের ক্ষয়চক্রের নিয়ন্ত্রক গুলো কি কি? ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বের ধারণা দাও।
  2. নদীর পুনযৌবন লাভ বলতে কী বোঝো ? নদীর পুনর্জন লাভের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় আলোচনা কর।
  3. ডেভিসের ক্ষয়চক্রের সমালোচনা কর। নদীর ক্ষয়চক্রের বাধাগুলো কি কি? স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য লেখ।

টীকা: সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন, মোনাডনক কি? পেডিপ্লেন ও পেনিপ্ল্যান এর মধ্যে পার্থক্য লেখ।

তৃতীয় অধ্যায়: জলনির্গম প্রণালী বা নদী নকশা

চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা কর। কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখ। বৃক্ষরূপী জল নির্গম প্রণালী কিভাবে গড়ে ওঠে?

চতুর্থ অধ্যায়: মৃত্তিকা

  1. মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা, জলবায়ু, জীবজগৎ, বৃষ্টিপাতের প্রভাব আলোচনা কর। পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য লেখ।
  2. মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা কর। মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি গুলো কি কি? মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি আলোচনা করো। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য গুলি লেখ।

পঞ্চম অধ্যায়: বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং জলবায়ু পরিবর্তন।

  1. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পর্যায় গুলি আলোচনা করো। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখ।
  2. ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ু/ বিশ্ব উষ্ণায়ন/জেট বায়ুর প্রভাব আলোচনা কর। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে পরিচালন বৃষ্টিপাত দেখা যায় কেন?
  3. পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের প্রভাব গুলি আলোচনা করো। এন্টার্কটিকায় ওজন গহ্বর সৃষ্টির কারণ কি? লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য গুলি লেখ।
HS Geography Suggestion 2025
HS Geography Suggestion 2025

ষষ্ঠ অধ্যায়: জীব বৈচিত্র্য

জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা গুলো কি কি? ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য লেখ। বন্যপ্রাণী সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা কর। ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য বেশি কেন?

সপ্তম অধ্যায় : মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া; প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়

“সব বিপর্যয়ই এক ধরনের দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়”- ব্যাখ্যা কর। বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা কর। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ।

অষ্টম অধ্যায় : অর্থনৈতিক ক্রিয়া-কলাপ কৃষি, শিল্প ও বিভিন্ন প্রকার কার্যাবলী

  1. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা কর। জীবিকা সত্ত্বাভিত্তিক বা নিবিড় ও ব্যাপক বা বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য লেখ। শ্বেত বিপ্লবের গুরুত্ব আলোচনা কর। ভারতের ডাল চাষের প্রধান সমস্যা গুলো কি কি?
  2. দক্ষিণ ভারতের কফি চাষে উন্নতির কারণ গুলো কি কি? পশ্চিমবঙ্গে ভারতের অধিকাংশ পাট উৎপন্ন হওয়ার কারণ কি? ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল চাষে বিখ্যাত কেন?
  3. হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের একদেশি ভবনের কারণগুলি কি কি? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভের কারণ কি?
  4. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে কেন? ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে আলোচনা কর।
  5. কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্পে গড়ে ওঠার কারণ কি? কোন দেশের অর্থনীতির উপর পর্যটন শিল্পের প্রভাব আলোচনা কর।
  6. কানাডায় কাগজ শিল্পে উন্নত কেন? ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ গুলো কি কি? কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বা সূর্যোদয়ের শিল্প বলা হয় এবং কেন?

নবম অধ্যায়: জনসংখ্যা ও জনবসতি

  1. ভারতের অসম জন বন্টন এর কারণগুলি আলোচনা কর। ভারতীয় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন? জনবিস্ফোরণ বলতে কী বোঝো।
  2. জন বিবর্তন মডেলের পর্যায় গুলি আলোচনা করো। উন্নত দেশের পিরামিড ও উন্নয়নশীল দেশের পিরামিডের পার্থক্য লেখ। মানুষ জমির অনুপাত ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখ।
  3. ভারতের নগর গড়ে ওঠার কারণ গুলো কি কি? ভারতে নগরায়নের সমস্যা গুলো কি কি? কি ধরনের ভৌগলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? গোষ্ঠীবদ্ধ জনবসতি কোন ধরনের ভৌগোলিক পরিবেশে গড়ে ওঠে?

দশম অধ্যায়: আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন

কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরে গুরুত্ব আলোচনা কর। অর্থনৈতিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়ন এর পার্থক্য লেখ।

গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 1 নম্বরে প্রশ্ন:

  1. অ্যাকুইফার বলতে কি বোঝো।
  2. টেরারোসা কি?
  3. পর্যায়ন কাকে বলে।
  4. ভাদোস জল কাকে বলে?
  5. ডেভিসের ত্রয়ী বলতে কি কি বোঝায়।
  6. নদী মঞ্চ বলতে কী বোঝো।
  7. অনুগামী নদী কাকে বলে।
  8. হিউমাস কি?
  9. রেগোলিথ বলতে কী বোঝো।
  10. জরায়ুজ অঙ্কুরোদগম কাকে বলে।
  11. ঘূর্ণবাতের এর চক্ষু কাকে বলে।
  12. গ্রিন ডাটা বুক ও রেড ডাটা বুক কি?
  13. জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝ।
  14. মেঘ ভাঙা বৃষ্টি কি?
  15. হড়পা বান কি?
  16. শস্যাবর্তন বলতে কী বোঝো।
  17. শিকড় আলগা শিল্প কাকে বলে? কেন বলে?
  18. আইসোটিম ও আইসোডোপেন কি?
  19. দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন?
  20. কাগজ শিল্পের প্রধান কাঁচামাল গুলো কি কি?
  21. সোনালী চতুর্ভুজ কাকে বলে।
  22. শিপিং লাইন ও শিপিং লেন কি?
  23. কাম্য জনসংখ্যা কাকে বলে।
  24. শুষ্ক বিন্দু বসতি কাকে বলে।
  25. কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলতে কী বোঝো।
  26. পুশ ও পুল ফ্যাক্টর কি ?
  27. উন্নয়ন কাকে বলে।
  28. পরিকল্পনা অঞ্চল কাকে বলে।
  29. হ্যামলেট কি?
  30. মেগাসিটি কাকে বলে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করো
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করো

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now