স্কুলে ফ্রিতে সোলার প্যানেল:
আপনার স্কুলের (WB school solar panel instalation update) ছাদে কি সোলার প্যানেল ইনস্টলেশন করতে চান? তাহলে এখনই এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নিন। সম্পূর্ণ ফ্রিতে রাজ্য সরকার দিচ্ছে স্কুলগুলিতে সোলার প্যানেল বসানোর সুবর্ণ সুযোগ। এ নিয়ে শিক্ষাদপ্তর থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সোলার প্যানেল বসানোর জন্য নূন্যতম কি কি থাকতে হবে দেখে নিন।
সূচিপত্র
পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত জেলার ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুলকে স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে তাও বলে দেয়া হয়েছে।
স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের পদ্ধতি কি
মোট কয়টি টি স্কুলে বসবে?
জানা যাচ্ছে যে এই অর্থ বর্ষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 1000 টি স্কুল সোলার প্যানেল বসানোর সুযোগ পাবেন।
কোন জেলা থেকে কতগুলি স্কুল সুযোগ পাবে?
কোন জেলার কতগুলি স্কুল সোলার প্যানেলের জন্য বসানোর জন্য আবেদন করতে পারবেন দেখে নিন ।
আলিপুরদুয়ার জেলার 14 টি স্কুল।
বাঁকুড়া জেলার ১৮টি স্কুল।
বীরভূম জেলার ৩৭টি স্কুল।
কোচবিহার জেলার ৩১টি স্কুল।
দক্ষিণ দিনাজপুর জেলা ১৬টি স্কুল।
দার্জিলিং জেলার ৮টি স্কুল।
হুগলি জেলার ৬৮টি স্কুল।
হাওড়া জেলার ৫১টি স্কুল।
জলপাইগুড়ি জেলার ২০ টি স্কুল।
ঝাড়গ্রাম জেলার ২০ টি স্কুল।
কালিম্পং জেলা চারটি স্কুল।
কলকাতা জেলার ৪৫টি স্কুল।
মালদা জেলার ৩৩ টি স্কুল।
মুর্শিদাবাদ জেলার ৫৪ টি স্কুল।
নদীয়া জেলার ৫৮ টি স্কুল।
উত্তর ২৪ পরগনা জেলা ১০৩টি স্কুল।
পশ্চিম বর্ধমান জেলার ২৫ টি স্কুল।
পশ্চিম মেদিনীপুর জেলার ৭২টি স্কুল।
পূর্ব বর্ধমান জেলা ৫৭ টি স্কুল।
পূর্ব মেদিনীপুর জেলার ৭৫টি স্কুল।
পুরুলিয়া জেলার ৪২ টি স্কুল।
শিলিগুড়ি জেলার 8 টি স্কুল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ৮৮টি স্কুল।
উত্তর দিনাজপুর জেলা ২৩ টি স্কুল।
মোট ১০০০ টি সরকার পোষিত সাহায্য প্রাপ্ত স্কুল সুরান প্যানেলের জন্য এই অর্থবর্ষে সুযোগ পাবেন ।
কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে?
সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সোলার প্যানেল বসানোর জন্য অন্যতম যে বিষয়গুলো থাকতে হবে সেগুলো হলো
- নূন্যতম ১০০০ স্কয়ার ফুট ফাঁকা ছাদ থাকতে হবে যেখানে ছায়াহীন অবস্থা বজায় থাকে।
- স্কুলের পাশে কোন লম্বা বিল্ডিং বা স্কুলের দক্ষিণ দিকে গাছের ছায়া পরে এমন অবস্থা থাকলে চলবে না।
- স্কুলের ছাদ সম্পূর্ণ কংক্রিট দিয়ে তৈরি হতে হবে এবং সোলার প্যানেল বসানোর উপযুক্ত থাকতে হবে।
- ছাদে ওঠা ও নামার জন্য পার্মানেন্ট সিঁড়ি অবশ্যই থাকতে হবে।
- সোলার প্যানেল মডেল ধোয়ার জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকতে হবে।
- যে সমস্ত স্কুল গুলি ইতিমধ্যেই সোলার প্যানেল বসিয়েছেন তাদের স্কুলের ছাদে তারা আর আবেদন করতে পারবেন না।
সমস্ত স্কুলগুলিকে আগামী তিন দিনের মধ্যে আবেদন করতে হবে এর জন্য ডিস্ট্রিক্ট ইনফেক্টার অফ স্কুল সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করেছেন।
আবেদন করবেন কিভাবে?
আবেদন করার জন্য এক্সেল সিটে কতগুলি বিষয় পূরণ করে পাঠাতে হবে সেগুলি হল;
- সিরিয়াল নম্বর লিখতে হবে।
- জেলার নাম লিখতে হবে।
- স্কুলের নাম লিখতে হবে।
- স্কুলের ডাইস কোড অবশ্যই লিখতে হবে।
- স্কুলের বর্তমান ঠিকানা ও সেইসঙ্গে পিন কোড অবশ্যই লিখতে হবে।
- স্কুলের ছাদে ছায়া হীন কত টা জায়গা খালি রয়েছে তা স্কয়ার ফিট লিখতে হবে।
- গত বছর কত টাকা ইলেকট্রিক বিল জমা করেছেন তা স্কুলের প্যাডে বা ইলেকট্রিক বিল জেরক্স করে জমা দিতে হবে।
- শেষে মন্তব্য আপনারা লিখতে পারেন কেন আপনাদের সোলার প্যানেল প্রয়োজন।