সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স C-DAC kolkata Recruitment 2024) হল ভারত সরকারের একটি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির গুরুত্বপূর্ণ সংস্থা। যার কলকাতা শাখায় বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদগুলিতে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখে নেওয়া যাক।
বীরভূম জেলায় চাকরির সুযোগ আবেদন করুন
বিজ্ঞপ্তি নম্বর: CORP/JIT/05/2024-KL
শূন্য পদের বিবরণ:
- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট- 1টি ,
- প্রজেক্ট অ্যাসোসিয়েট ( ফ্রেসার)- 2টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার -কম্পিউটার অ্যাপ্লিকেশন( ফ্রেসার)- 1টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্রেসার) সাইবার সিকিউরিটি – 1টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্রেসার) এডুকেশন ট্রেনিং – 5 টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্রেসার) কম্পিউটার অ্যাপ্লিকেশন- 1টি।
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্রেসার) ফুল স্ট্রাক ডেভেলপমেন্ট- 1টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার – হেলথ ইনফরমেটিকস- 1 টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার- এডুকেশন এন্ড ট্রেনিং- 1 টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার – সাইবার সিকিউরিটি- 1টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার – সাইবার সিকিউরিটি- 1টি
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার – হেলথ ইনফরমেটিকস- 1 টি
- প্রজেক্ট ম্যানেজার – প্রজেক্ট ম্যানেজমেন্ট- 1টি
- সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার- টেকনিক্যাল- 2টি
- সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার- education ট্রেনিং – 1 টি
যোগ্যতা:
- চাকরিপ্রার্থীকে অবশ্যই AICTE/UGC এপ্রুভ কলেজ ও ইনস্টিটিউশন থেকে ডিগ্রি লাভ করে থাকতে হবে।
- CGPA/DGPA/OGPA এডুকেশন সিস্টেমে যে কোন ইউনিভার্সিটির বা ইনস্টিটিউশন থেকে ডিগ্রি লাভ করে থাকলে হবে।
- যারা ফাইনাল সেমিস্টারে পড়ছেন তারাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
- বিভিন্ন পোস্টে যে যোগ্যতা চাওয়া হয়েছে তাতে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।
- একাডেমিক /টিচিং/ রিসার্চ ওয়াক নন প্রফিটেবল ইন্টার্নশিপ/ প্রজেক্ট ওয়ার্ক প্লেসমেন্ট কে অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে না।
- পূর্বের কর্মস্থলের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট বেতন জমা করতে হবে।
- অভিজ্ঞতার সার্টিফিকেট ছাড়া কোন অভিজ্ঞতার কাজ যে হবে না।
- অতিরিক্ত অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়া যাবে C-DAC থেকে।
- C-DAC এর আভ্যন্তরীণ চাকরি-পাশের জন্য অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা:
- প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে বয়সের ঊর্ধ্বসীমা থাকবে।
- এসসি /এসটি /ওবিসি /এক্স সার্ভিস ম্যান/ ফিজিক্যালি চ্যালেঞ্জ চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে।
- আবেদনের শেষ তারিখ থেকে বয়সে উর্ধ্বসীমা কমন করা হবে।
- সংরক্ষিত চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাওয়ার জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রডিউস করতে হবে।
- ও বি সি চাকরিপ্রার্থীরা অবশ্যই সার্টিফিকেট প্রডিউস করবেন।
নিয়োগ পদ্ধতি:
- বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে।
- নূন্যতম যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট এর ভিত্তিতে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে দেয়া হবে।
- প্রাথমিকভাবে একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে । স্কেলিং টেস্টে পাশ করলে তবেই পরবর্তী প্রসিডিওরে যোগদান করতে পারবেন।
- ম্যানেজমেন্ট চাকরিপ্রার্থীর নূন্যতম যোগ্যতা অভিজ্ঞতা লিখিত পরীক্ষা ভিত্তিতে চাকরিতে সুযোগ দেয়া হবে।
আবেদন ফি:
উপরে উল্লেখিত পদগুলির ক্ষেত্রে আবেদনের জন্য কোন আবেদন ফি পেমেন্ট করতে হবে না।
কিভাবে আবেদন করবেন?
- আবেদন করার আগেই চাকরিপ্রার্থীকে অবশ্যই প্রয়োজনীয় শর্তগুলি জেনে নিতে হবে।
- অনলাইন আবেদন করার আগে অবশ্যই যেন অন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকে তা নিশ্চিত করতে হবে চাকরিপ্রার্থীকে।
- চাকরিপ্রার্থীর অবশ্যই একটি ভ্যালিড ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন এপ্লাই বলে অপশনে যেতে হবে এবং এপ্লাই অপশনে ক্লিক করতে হবে।
- আবেদন করার জন্য মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নম্বর একটি ওটিপি আসবে।
- ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর তবেই অনলাইন আবেদন করতে পারবেন।
- এরপর আবেদনের সমস্ত ডিটেইলস ভালো করে ফিলাপ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ৪০০ কেবির মধ্যে একটি ছবি আপলোড করতে হবে। আবেদনকারীকে তার রিজিউম বা বায়োডাটা আপলোড করতে হবে সেটি যেন ৫০০ কেবির মধ্যে থাকে।
- যারা চাকুরীজীবী তারা আবেদন করলে অবশ্যই সেই সংস্থা থেকে এনওসি নিয়ে আসতে হবে।
- আবেদনের কোন ডিস্পুট বা নিয়োগ পদ্ধতিতে কোন সমস্যা হলে সমাধান হবে দিল্লি থেকে।
গুরুত্বপূর্ণ তারিখ:
- অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে 16 নভেম্বর থেকে।
- অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ই ডিসেম্বর ২০২৪
- ইন্টারভিউ এর তারিখ email এ জানিয়ে দেয়া হবে।
গুরুত্বপূর্ণ লিংক:
For Application Official website: Click here