আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান চেয়ে ডেপুটেশন শিক্ষক সংগঠনের!Upper Primary latest updates

Upper Primary latest updates, নিয়োগ সংক্রান্ত বিষয়ে Roster Point, Subject, Post ও Section মিসম্যাচে স্কুল ও নিয়োগপ্রাপ্ত টিচারদের ভেকেন্সি/ পোস্ট, জয়েনিং ও এপ্রুভাল সমস্যা অতিদ্রুত সমাধানের জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দাবিপত্র প্রদান করল অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

উৎসশ্রী পোর্টাল মিউচুয়াল ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ রায়।

শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ পুনরায় সম্প্রতি West Bengal Central School Service Commission (WBCSSC) মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী, আপার প্রাইমারি স্তরে (1st Phase Counselling) বাংলা মিডিয়ামের স্কুলে শিক্ষক নিয়োগের পর Roster, Vacancy / Post, Section ও Joining সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট স্কুল ও টিচার সমস্যায় পড়েছে সেই বিষয়ে দাবিপত্র পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে এই সমস্যা সামনে এসেছে।

বিদ্যালয়গুলি গত ০৮/০৩/২০১৮ তারিখের পরের আপটুডেট রোস্টার অতিদ্রুত অথেন্টিকেট করতে বাধ্য হয় ও স্কুলগুলি সেই মতো প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে। কাউন্সিলিং পরবর্তী সময়ে যে বিষয়গুলি সামনে আসছে সেগুলো হলো :

(১) এসএসসি Roster Point এর সাথে স্কুলের BCW নির্দিষ্ট Roster Point এর মিল নেই,
(২) কয়েকটি পোস্টে স্কুলে গিয়ে Vacancy নেই বলে জানতে পারছে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা,
(৩) সাবজেক্ট ও পোস্ট/ভেকেন্সি/ সেকশন মিসম্যাচ সমস্যা।
(৪) এসএসসি রেকোমেন্ডেশন পাওয়ার পরে টিচাররা স্কুলে যোগাযোগ করলে সেটি SSC রেকোমেন্ডেশনের সাথে মিসম্যাচ হচ্ছে । সম্প্রতি হাওড়ার একটি স্কুলে একটি ইংরেজি বিষয়ের ভেকেন্ট পোস্ট ( এসটি) থাকলেও স্কুল সার্ভিস কমিশন দুজনকে রেকোমেন্ডেশন প্রদান করেছে। এর ফলে পরবর্তীতে রেকোমেন্ডেশন পাওয়া শিক্ষক মহা সমস্যায় পড়েছে। বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও সুরাহা হয়নি।

এমতাবস্থায়, সমস্যাগুলি সমাধানের জন্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি গাইডলাইন সহ নোটিফিকেশন প্রকাশ করা হোক যাতে সংশ্লিষ্ট সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা কোনরকম পেশাগত সমস্যা ছাড়াই কাউন্সিলিং মাধ্যমে পাওয়া স্কুলে জয়েন করতে পারেন ও নিয়োগপ্রাপ্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাগণ যাতে অতিদ্রুত Joining ও Approval সমস্যায় না পড়ে সেই বিষয়টি সহানুভূতির সাথে দেখার জন্য সংগঠন এর পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে । প্রয়োজনে Rectify করে নিজ জেলায় বাড়ির কাছাকাছি স্কুলে পুনরায় রেকোমেন্ডেশন প্রদান করার বিষয়টিও তারা জানিয়েছে।

Official website: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now