Central Bank Of India Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে সরাসরি ম্যানেজার পদে কর্মী নিয়োগ

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে ম্যানেজার পদে (Central Bank Of India Recruitment 2024) জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহীপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

ইন্ডিয়ান ওয়েলে চাকরির সুযোগ আবেদন করুন

১. পদের নাম :

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন বিভাগের ম্যানেজার পদ ।

২. মোট শূন্য পদ : ২৫৩ টি ।

৩. আবেদন পদ্ধতি :

সর্বপ্রথম সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট টি হল – centerbankofindia.co.in। তারপরে নিয়োগ ট্যাবে যান এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানেজার রেক্রুটমেন্ট এ ক্লিক করুন। এরপর আবেদন প্রক্রিয়ার সাথে এগিয়ে যান এবং সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করুন। তারপর আবেদন ফি জমা করুন। এরপর ফরমটি জমা দিন এবং ভবিষ্যতে প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।

৪. আবেদন ফি :

সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পি ডাবলু বি ডি বিভাগের প্রার্থীদের জন্য এবং মহিলাদের এই পথগুলোতে আবেদন করতে ১৭৫ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যান্য সমস্ত বিভাগের প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি দিতে হবে। ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

৫. নির্বাচন প্রক্রিয়া :

যোগ্য প্রার্থীদের অনলাইন প্লাটফর্ম পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। একই সময়ে ডেভেলপার পদের পরীক্ষায় একটি অনলাইন কোডিং পরীক্ষাও হবে যা প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী থাকবে। প্রথম আধঘন্টা কাগজে এবং পরের তিন ঘন্টা কম্পিউটারে কোডিং হবে। অন্য সব পদের পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্নের উপর ভিত্তি করে এবং ওএমআর শিট এবং অভিআরআইসি সিস্টেম ব্যবহার করে পরিচালিত হবে। পরীক্ষাটি হবে দু’ঘণ্টার মধ্যে যাতে মোট ৫০ টি প্রশ্ন থাকবে এই পরীক্ষায় কোনরকম নেগেটিভ মার্ক থাকবে না।

৬. আবেদনের সময়সীমা :

আগামী ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৭. অনলাইন পরীক্ষার সময়সীমা :

অনলাইন পরীক্ষাটি ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ইন্টারভিউ টি ২০২৫ সালের জানুয়ারি মাসের নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

Official websiteClick here
WhatsAppjoin
Telegramjoin

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now