ইন্টারভিউ ক্র্যাক করলেই চাকরি সুবিধা। কলকাতার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (WB Teacher Recruitment 2024) ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আগ্রহীপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুযোগ এখনই আবেদন করুন
১. পদের নাম : গেস্ট লেকচারার, লাইব্রেরিয়ান পদ।
২. শূন্য পদ : মোট চারটি শূন্য পদ আছে।
৩. শিক্ষাগত যোগ্যতা :
এই পদে নিয়োগের জন্য কর্মীদের অবশ্যই NCTE স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ডিএলএড বা বিএড ডিগ্রি থাকতে হবে।
৪. নির্বাচন প্রক্রিয়া :
এই পদে প্রার্থীদের নির্বাচনের জন্য কোন রকম লিখিত পরীক্ষা নেয়া হবে না ইন্টারভিউ এর মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।
৫. আবেদন পদ্ধতি :
এই পদের আবেদনটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমেই হবে। সর্বপ্রথম আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে a4 সাইজের পেপার এর মাধ্যমে। তারপরে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত নথিপত্র সহ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।।
৬. আবেদনপত্রের ঠিকানা :
office of the government sponsord primary teachers training institute, 98, beltola Road, kolkata pin -700026
৭. আবেদনের শেষ তারিখ : ২১/১১/২০২৪