Jobs in Central government 2024:কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

Jobs in Central government 2024: নেভেলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড দপ্তরে তরফে শিক্ষানিবেশ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

বাঁকুড়া জেলা প্রজেক্ট ম্যানেজার পদ চাকরি ,আবেদন করুন

১. পদের নাম : শিক্ষানবিশ পদ।

২. মোট শূন্য পদ : ২১০ টি ।

৩. বয়স সীমা :

অগ্রিম প্রার্থীদের বয়স নোটিফিকেশনে নিয়ম অনুসারে হতে হবে।

৪. বেতন :

এই পদের মাসিক বেতন সর্বনিম্ন ১২,৫২৪ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০২৮ টাকা পর্যন্ত হতে পারে।

৫. শিক্ষাগত যোগ্যতা :

এই পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের কোন প্রতিষ্ঠান থেকে B.com / B.Sc / ITI / B.Pharm বা ডিপ্লোমা বা মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা ইত্যাদি ডিগ্রী অর্জন করতে হবে। আরো কিছু তথ্য জানতে গেলে এই শংসাপত্রের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। ওয়েবসাইট টি হল – www.nlcindia.in ।

৬. আবেদন পদ্ধতি :

আগ্রহী প্রার্থীরা অনলাইন ও ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করতে পারেন। সর্বপ্রথম এই শংসাপত্রের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মে ফিলাপ করতে হবে ভালোভাবে সেখানে যা যা ডকুমেন্ট চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড করে দিতে হবে।

সর্বশেষে অনলাইন আবেদন পত্রের প্রিন্ট আউট ও নিচের প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা এবং উন্নয়ন কেন্দ্র অথবা ব্লক-২০ , NLC ইন্ডিয়া লিমিটেডের নেভেল – ৬০৭ ৮০৩ এই ঠিকানায় সঠিকভাবে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও যদি সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী কোনরকম আবেদন মূল্য চাওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই সেই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৭. আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ :

  • অনলাইন আবেদনের স্বাক্ষরিত প্রিন্ট আউট ।
  • ট্রান্সফার সার্টিফিকেট ।
  • আধার কার্ড।
  • সম্প্রদায়ের শংসাপত্র ( SC/ST/ OBC/ EWS) এর অন্তর্গত ক্ষেত্র ।
  • SSLC/ HSC মার্কসিট ।
  • প্রাক্তন সৈনিকের ওয়ার্ড এর জন্য প্রমাণ ( যদি প্রযোজ্য হয়)।
  • ডিগ্রী সার্টিফিকেট/ ডিপ্লোমা সার্টিফিকেট/ অস্থায়ী সার্টিফিকেট।
  • প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রমাণ ( PWD) ( যদি প্রযোজ্য হয় ) ।

৮. আবেদন ফি :

আগ্রহী প্রার্থীদের আবেদন করার সময় কোনরকম আবেদনমূল্য চাইলে নিজস্ব আবেদনমূল্য জমা করে আবেদন জানাতে হবে। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সমস্ত কিছুর যাচাই করে তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

৯. অনলাইন আবেদনপত্র জমা শুরু তারিখ : ০৬/১১/২০২৪ ।

১০. আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ১৩/১১/২০২৪।

১১. অনলাইনে আবেদনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া : এখানে আগ্রহী প্রার্থীদের নিয়ম অনুসারে যোগ্য প্রার্থীদের সঠিকভাবে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

Official website: click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

1 thought on “Jobs in Central government 2024:কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি”

Leave a Comment

WhatsApp channel Join Now