Indian Army Recruitment 2024 : ভারতীয় সেনাবাহিনীতে টেকনিক্যাল এনটি স্কিমের অধীনে ২০২৫ সালের জুলাই মাসের ব্যাচের জন্য নিয়োগ – এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এই পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জানতে পারেন।
পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে চাকরি এখনই আবেদন করুন
মোট শূন্য পদ – ভারতীয় সেনাবাহিনীতে মোট ৯০ টি পদ পূরণ করা হবে।
আবেদনের সময়সীমা :
এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । আগামী ৭ ই নভেম্বরের মধ্যেই আগ্রহীপ্রার্থীদের আবেদন করে ফেলতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণী বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে । তবে দ্বাদশ শ্রেণীতে অবশ্যই পদার্থবিদ্যা , রসায়নবিদ্যা ও গণিতে ন্যূনতম ৬০% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও নিয়োগের জন্যও আবেদনকারীকে জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা ২০২৪ – এও উত্তীর্ণ হয়ে থাকতে হবে ।
বয়সসীমা :
এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৬.৫ বছর থেকে ১৯.৫ বছরের মধ্যে । ২০২৫ সালের ১ জুলাই কোন বয়সের নির্ণায়ক সময়। প্রার্থীর জন্ম তারিখ কোনমতেই ২০০৬ সালের ২ জানুয়ারির আগে হলে চলবে না এবং ২০০৯ সালের ১ জানুয়ারির পরে হলেও চলবে না ।
বেতন: 56000 থেকে 218000 পর্যন্ত। বিভিন্ন পদের জন্য বেতন আলাদা। বিস্তারিত দেখতে নোটিফিকেশন দেখুন ।
official website: click here