RITES Recruitment 2024 : রেল মন্ত্রণালয়ের অধীনে কাজ করা PSU সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES) ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন ।
8230 টি শিক্ষক পদে নিয়োগ করছে আসাম সরকার আবেদন করুন
পদের নাম : রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES) ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট পদ ।
শিক্ষাগত যোগ্যতা :
রাইটস লিমিটেড নিয়োগ ২০২৪- এর জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে , যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।
বয়সসীমা :
রাইটস – এর এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বাধিক বয়সসীমা ৬৩ বছর হতে হবে । এই শর্ত পূরণ করলে তবেই আবেদন করতে পারবেন।
বেতন :
রাইটস লিমিটেড – এ চাকরির বেতন নিম্নে সবিস্তারে জানানো হলো –
প্রধান সিগন্যালিং সিস্টেম ইঞ্জিনিয়ার এবং প্রধান রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিগন্যালিং) – ২,৫০,০০০ টাকা ।
সিনিয়র প্ল্যানিং ও শিডিউলিং স্পেশ্যালিস্ট – ২,০০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা ।
কোয়ালিটি অ্যাস্যুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল স্পেশ্যালিস্ট ( সিস্টেম)-৮৫,০০০ টাকা।
সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিস্ট / নয়েজ অ্যান্ড ভাইব্রেশন স্পেশালিস্ট – ২,০০,০০০ টাকা ।
আবেদনের সময়সীমা :
রাইটস লিমিটেড -এ এই পদে চাকরির জন্য আবেদন করতে চান , তাহলে ২৫ শে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে । আগ্রহী প্রার্থীদের আগে থেকে সব শর্তাবলী ভালোভাবে পড়ে আবেদন করা উচিত ।
আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য প্রার্থীর নির্বাচন : রাইটস -এর এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে ।
ইন্টারভিউ – এর নিম্নলিখিত স্থান উল্লেখ করা হলো :
RITES অফিস, শিখর , প্লট নম্বর ০১, সেক্টর -২৯, গুরুগ্রাম -১২২০০১।
ইউনিট -৪০৪ , চতুর্থ তলা , দ্বারকেশ বিজনেস হাব , বিসাত তপোভন রোড, মোটেরা, ahmedabad-৩৮০০০৫ ।
ইন্টারভিউ – এর সময়সীমা : ইন্টারভিউ ২৩ থেকে ২৫ অক্টোবর ২০২৪ – এর মধ্যে অনুষ্ঠিত হবে ।
ইন্টারভিউ প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
গুরুত্বপূর্ণ লিংক:
RITES Recruitment Notification pdf
Official website: click here