RITES Recruitment 2024 : লিখিত পরীক্ষার প্রয়োজন ছাড়াই চাকরি, দ্রুত আবেদন করুন :

RITES Recruitment 2024 : রেল মন্ত্রণালয়ের অধীনে কাজ করা PSU সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES) ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন ।

8230 টি শিক্ষক পদে নিয়োগ করছে আসাম সরকার আবেদন করুন

পদের নাম : রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES) ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট পদ ।

শিক্ষাগত যোগ্যতা :

রাইটস লিমিটেড নিয়োগ ২০২৪- এর জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে , যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

বয়সসীমা :

রাইটস – এর এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বাধিক বয়সসীমা ৬৩ বছর হতে হবে । এই শর্ত পূরণ করলে তবেই আবেদন করতে পারবেন।

বেতন :

রাইটস লিমিটেড – এ চাকরির বেতন নিম্নে সবিস্তারে জানানো হলো –
প্রধান সিগন্যালিং সিস্টেম ইঞ্জিনিয়ার এবং প্রধান রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিগন্যালিং) – ২,৫০,০০০ টাকা ।

সিনিয়র প্ল্যানিং ও শিডিউলিং স্পেশ্যালিস্ট – ২,০০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা ।

কোয়ালিটি অ্যাস্যুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল স্পেশ্যালিস্ট ( সিস্টেম)-৮৫,০০০ টাকা।

সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিস্ট / নয়েজ অ্যান্ড ভাইব্রেশন স্পেশালিস্ট – ২,০০,০০০ টাকা ।

আবেদনের সময়সীমা :

রাইটস লিমিটেড -এ এই পদে চাকরির জন্য আবেদন করতে চান , তাহলে ২৫ শে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে । আগ্রহী প্রার্থীদের আগে থেকে সব শর্তাবলী ভালোভাবে পড়ে আবেদন করা উচিত ।

আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য প্রার্থীর নির্বাচন : রাইটস -এর এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে ।
ইন্টারভিউ – এর নিম্নলিখিত স্থান উল্লেখ করা হলো :

RITES অফিস, শিখর , প্লট নম্বর ০১, সেক্টর -২৯, গুরুগ্রাম -১২২০০১।

ইউনিট -৪০৪ , চতুর্থ তলা , দ্বারকেশ বিজনেস হাব , বিসাত তপোভন রোড, মোটেরা, ahmedabad-৩৮০০০৫ ।

ইন্টারভিউ – এর সময়সীমা : ইন্টারভিউ ২৩ থেকে ২৫ অক্টোবর ২০২৪ – এর মধ্যে অনুষ্ঠিত হবে ।

ইন্টারভিউ প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ লিংক:

RITES Recruitment Notification pdf

Official website: click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now