Teacher Recruitment 2024: পড়শি রাজ্য আসাম 8230 টি শূন্যপদে গ্র্যাজুয়েট টিচার (Graduate Teacher) নিয়োগ করতে চলেছে। সমস্ত ভারতীয়দের কাছ থেকে এই শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে । কিভাবে আবেদন করবেন দেখে নিন।
ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংকে ডাক সহায়ক নিয়োগ আবেদন করুন এখনি
আসাম সরকার আর্টস, সায়েন্স, হিন্দি, সংস্কৃত প্রভৃতি বিভাগে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করতে চলেছে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন আসাম। বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।
বয়স সীমা :
গ্রাজুয়েট টিচার নিয়োগের জন্য নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে।
জেনারেল ক্যাটাগরিদের জন্য বয়স সীমা হতে হবে ৪০ বছর।
এক্স সার্ভিস ম্যানদের জন্য বয়স সীমা ৪২ বছর।
OBC/MOBC দের জন্য ৪৩ বছর।
SC/ST দের জন্য বয়সসীমা ৪৫ বছর।
PWBD চাকরিপ্রার্থীদের জন্য ৫০ বছর।
বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে দেখুন।
শিক্ষাগত যোগ্যতা:
- সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট/ post graduate থাকতে হবে। সঙ্গে ৫০ শতাংশ নম্বর অবশ্যই থাকতে হবে।
- প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে BT/B.Ed ডিগ্রী থাকতে হবে।
বিস্তারিত যোগ্যতা জানতে হলে নোটিফিকেশনটি ভালো করে দেখে নিন।
বেতন: স্কেল 14000 থেকে 70000 , গ্রেড পে 8700 টাকা।
আবেদন ফি:
গ্রাজুয়েট টিচার নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে ডেবিট কার্ড ,ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
জেনারেলদের ৫০০ টাকা জমা করতে হবে।
OBC/MOBC/ST/ST/Adibasi/PWD/Tea tribes চাকরিপ্রার্থীদের ৩৫০ টাকা জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন ও ফি পেমেন্ট শুরু হচ্ছে 21.10.2024
অনলাইন আবেদনের শেষ তারিখ ও ফি জমা দেওয়ার শেষ তারিখ 15.11.2024
গুরুত্বপূর্ণ লিংক:
Teacher Recruitment Notification pdf
Official website: click here