IND vs NZ 1st Test: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ভারত মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে । এই লজ্জার রেকর্ড এশিয়াতে প্রথম । এর আগে এশিয়াতে সর্বনিম্ন স্কোর ছিল ৫৩ রান। যেটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিরুদ্ধে ফয়সালাবাদ ১৯৮৬ সালে। তবুও ভারত জিততে পারে এই ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড এর মধ্যে প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হয়েছে ১৬ই অক্টোবর বেঙ্গালুরু এম চিন্না স্বামী স্টেডিয়ামে কিন্তু প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়নি। দ্বিতীয় দিনের প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা কিন্তু প্রথম থেকেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। তিন নম্বরে ব্যাট করতে এসে বিরাট কোহলি ০ রানে আউট হন। এরপর সরফরাজ ও শূন্য রানে আউট হন। মোট পাঁচজন ব্যাটসম্যান ০ রানে আউট হয়েছেন। তাই ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে । ভারতের এটা হল ভারতের দ্বিতীয় নিম্নতম স্কোর। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 36 রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। খেলাটি হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
যদি আমরা দেখি টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে।
টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর:
- 36 রান, বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেড 2020
- 42 রান বনাম ইংল্যান্ড লর্ডস 1974
- 46 রান বনাম নিউজিল্যান্ড বেঙ্গালুরু 2024 (চলতি ম্যাচ)
- 58 রান বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন 1947
- 58 রান বনাম ইংল্যান্ড ম্যানচেস্টার 1952
ভারতের মাটিতে ভারতের সর্বনিম্ন টেস্ট স্কোর:
ভারতের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর যদি দেখা হয় তাহলেও এই ৪৬ রান হলো সর্বনিম্ন স্কোর।
- 46 রান ভারত বনাম নিউজিল্যান্ড বেঙ্গালুরু 2024
- 62 রান বনাম নিউজিল্যান্ড মুম্বাই 2021
- 75 রান বনাম ওয়েস্ট ইন্ডিজ দিল্লি 1987
- 76 রান বনাম সাউথ আফ্রিকা আমেদাবাদ 2008
- 79 রান বনাম সাউথ আফ্রিকা নাগপুর 2015
আরেকটি লজ্জার রেকর্ড করেছেন ভারতের ব্যাটসম্যানরা, একটা ইনিংসে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন তা দেখে নেওয়া যাক;
- 6 ছয় জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন বনাম ইংল্যান্ড ম্যানচেস্টার 2014 প্রথম ইনিংসে।
- 6 জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন বনাম সাউথ আফ্রিকা কেপটাউন 2024 দ্বিতীয় ইনিংসে।
- 5 জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেট 1948 তৃতীয় ইনিংসে।
- 5 জন ব্যাটসম্যান আউট হয়েছেন বনাম ইংল্যান্ড লিডস, 1952 তৃতীয় ইনিংসে।
- 5 জন ব্যাটসম্যান ০ রানে আউট হয়েছেন বনাম নিউজিল্যান্ড মোহালি 1999 প্রথম ইনিংসে।
- 5 জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন বনাম নিউজিল্যান্ড বেঙ্গালুরু 2024 প্রথম ইনিংসে।
ভারতের ব্যাটিং বিপর্যয় নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন তিনি প্রথম দিনের পিচ পড়তে ভুল করেছেন। তাই জন্য এই বিপর্যয়। পেস বোলাররা, এতটা ঘাতক হবেন এই পিচে তা তিনি বুঝতে পারেননি।
এখন প্রশ্ন হল এই ম্যাচে কি ভারত ঘুরে দাঁড়াতে পারবে? আসল কথা জিততে পারবে ? অবশ্যই ভারতের জেতা সম্ভব। তবে দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করতে হবে। সেই সঙ্গে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে কম রানে আটকাতে হবে এবং দ্বিতীয় ইনিংসে আরো কম রানে আটকাতে পারলে তবেই এই ম্যাচ জেতার সম্ভব হবে। যদিও এই পুরো ব্যাপারটা অত্যন্ত কঠিন । তবে দেখা যাক ভারতের মাটিতে ভারত কিভাবে ঘুরে দাঁড়ায়।
News sources Website: Check now