Allia University Recruitment: আলিয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি ,সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
নিম্নলিখিত পদগুলিতে চাকরি হবে সরাসরি
- পদের নাম: কম্পোজিটর (আরবি/ উর্দু)
বেতন: 32800 Level 7
বয়স: 40 ৪০ বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতামান:
- আরবিতে অনার্স গ্রাজুয়েট হতে হবে সঙ্গে উর্দু থাকতে হবে।
- পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে।
- কম্পিউটারে টাইপিং ক্ষমতা প্রতি মিনিটে 35 টি শব্দ লিখতে হবে।
- কম্পিউটারের ডিপ্লোমা এমএস এক্সেল এমএস ওয়ার্ড সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।
- আরবিও উর্দুতে টাইপিং এর ক্ষমতা থাকতে হবে।
- পদের নাম: কম্পোজিটর: বাংলা ইংরেজি।
বেতন: 32800 Level 7
বয়স: 40 বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতামান :
- ইংরেজিতে অনার্স গ্রাজুয়েট হতে হবে সঙ্গে বাংলা থাকতে হবে।
- পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে।
- কম্পিউটারে টাইপিং ক্ষমতা প্রতি মিনিটে 35 টি শব্দ লিখতে হবে।
- কম্পিউটারের ডিপ্লোমা এমএস এক্সেল এমএস ওয়ার্ড সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।
- ইংরেজি ও বাংলাতে টাইপিং এর ক্ষমতা থাকতে হবে।
- পদের নাম: ইলেকট্রিশিয়ান কাম জেনারেটর অপারেটর কাম পাম্প অপারেটর
বেতন: 32800 Level 7
বয়স: 40 বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতা:
- যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ITI এ ডিগ্রি ও ডিপ্লোমা করে থাকতে হবে।
- মাধ্যমিক পাস হতে হবে।
- ইলেকট্রিক্যাল কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পাম্প ও জেনারেটর চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- পদের নাম: টেলিফোন অপারেটর
বেতন: 27500 Level 5
বয়স: 40 বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতামান:
- BE & B.Tech ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
- পদের নাম: কেয়ার টেকার
বেতন: 32800 Level 7
বয়স: 40 বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতা মান:
- যে কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
- রিটায়ার পারসন আর্মি সার্ভিসে।
- হোস্টেল অ্যাডমিনিস্ট্রেশনে অভিজ্ঞতা থাকতে হবে।
- পদের নাম: জুনিয়র পিয়ন
বেতন: 18500 Level 1.
বয়স: 40 বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতা মান: অষ্টম শ্রেণী পাস হলে চলবে।
বেতনের সঙ্গে অন্যান্য অ্যালাউন্স ও আছে।
আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরিদের জন্য ৩০০ টাকা জমা করতে হবে।
St sc obc চাকরিপ্রার্থীদের জন্য দেড়শ টাকা জমা করতে হবে।
আবেদন ফি জমা করতে হবে ব্যাংকের এই একাউন্টে।
Account number: 32210200000075
IFSC Code: BARB0GENSAL
Account Name:Allia University
Bank Name: Bank of Baroda, Branch : Gennext Salt Lake Kolkata 700091.
আবেদন পদ্ধতি:
উপরে উল্লেখিত পদগুলি জন্য আবেদন করতে হলে আরিয়া ইউনিভার্সিটি নিজস্ব ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করতে হবে। এবং সেই ফরম ফিলাপ করে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠাতে হবে আলিয়া ইউনিভার্সিটির এই ঠিকানায়।
ঠিকানাটি হল:
Office of the Register , Allia University, 11A /27 Newtown kolkata 700160.
আবেদনের শেষ তারিখ: 26.10.24
গুরুত্বপূর্ণ লিংক:
Allia University Recruitment Notification
Official University: Click here
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা আলিয়া ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।